AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Panchayat Polls 2023: মনোনয়নে সংঘর্ষে চোপড়ায় ‘গুলি’, পেট ফুঁড়ে গিয়েছে সিপিএম-কংগ্রেস জোটের ৩ কর্মী

WB Panchayat Polls 2023: গুলিবিদ্ধ হয়েছেন সিপিএম-কংগ্রেস জোটের দুই কর্মী। তৃণমূলের সঙ্গে বিরোধী জোটের তুমুল সংঘর্ষে গুলিচালনার অভিযোগে তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া।

WB Panchayat Polls 2023: মনোনয়নে সংঘর্ষে চোপড়ায় 'গুলি', পেট ফুঁড়ে গিয়েছে সিপিএম-কংগ্রেস জোটের ৩ কর্মী
চোপড়ায় চলল গুলি
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 1:04 PM
Share

উত্তর দিনাজপুর: মনোনয়নের সংঘর্ষে চলল গুলি। এখনও পর্যন্ত সিপিএম-কংগ্রেস জোটের তিন কর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর মিলছে। তৃণমূলের সঙ্গে বিরোধী জোটের তুমুল সংঘর্ষে গুলিচালনার অভিযোগে তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। বৃহস্পতিবার চোপড়ায় বাম কংগ্রেস জোটের মনোনয়ন জমা দেওয়ার দিন। জোট প্রার্থীরা এদিন বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ, রাখালবাড়ি এলাকায় তৃণমূলের ঝান্ডা হাতে কয়েকশো যুবক দাঁড়িয়েছিলেন। তাঁদের হাতে অস্ত্র ছিল বলেও অভিযোগ। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বাধা দেওয়ায় প্রতিরোধ গড়েন জোট প্রার্থীরাও। অভিযোগ, তখনই ওই ভিড়ের মাঝ খান থেকে তৃণমূলের কর্মীরা গুলি চালান। গুলিবিদ্ধ হন জোটের দুই কর্মী।  স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জোটের অন্যান্য কর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় চোপড়া হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, ঘটনার সময়ে এলাকায় কোনও পুলিশকে লক্ষ্য করা যায়নি। তবে সূত্রের খবর, আরও একাধিকজনের গুলিবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাটি অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত। পরিস্থিতি তপ্ত রয়েছে। তাই আহতের সংখ্যা এখনই স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।

এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “সারা রাজ্যেই এই চেহারা। পুলিশের ভূূমিকা হল শাসকদলের পা চাটা। চোপড়াতে গুলিবিদ্ধ হয়েছেন বিরোধী জোটের দু’জন। ভাঙড়ে মারধর করেছে। বিডিও দলের ভিতরে তৃণমূলের লোকজন বসে রয়েছে। বিভিন্ন জায়গায় গ্রামে আটকে দেওয়া হচ্ছে সিপিএম প্রার্থীদের।”

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “এটা খুনি তৃণমূলের আক্রমণ। এর সূচনা আগেই হয়েছে। এই চোপড়াতেই দশ জন কংগ্রেস নেতাকে অপহরণ করা হয়। একটা স্কুলে আটকে রাখে এই তৃণমূল। পুলিশের মদতে ওরা অপরহরণ করছে।”

তবে ওই এলাকায় এখনও লাঠি, বাঁশ হাতে একদল যুবক টহল দিচ্ছে। সংবাদমাধ্যমের ক্যামেরায় যতটুকু ছবি ধরা পড়েছে, তাতে কোনও পুলিশকর্মীকে সেখানে দেখা যায়নি।