Hemtabad: ভুট্টা ক্ষেতের ভিতর এমন কাণ্ড, ভাবতেই পারছেন না এলাকার লোকজন

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 07, 2023 | 6:00 PM

Dinajpur: জানা গিয়েছে, নিহতের নাম মোস্তাক শেখ। বয়স ৫২ বছরের কাছাকাছি। বাড়ি মালদহ জেলার কালিয়াচক-১ ব্লকের আলিনগর গ্রামপঞ্চায়েতের জোতপ্রোম চামাটোলা গ্রামে।

Hemtabad: ভুট্টা ক্ষেতের ভিতর এমন কাণ্ড, ভাবতেই পারছেন না এলাকার লোকজন
এলাকার লোকজনের ভিড়।

Follow Us

উত্তর দিনাজপুর: ভুট্টা ক্ষেতের ভিতর দৃশ্য দেখে শিউরে উঠলেন এলাকার লোকজন। শুক্রবার সকালে ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হল এক ব্যক্তির গলা কাটা দেহ। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের হেমতাবাদ (Hemtabad)। এদিন সকালে হেমতাবাদ থানার টিটিই কালীতলা এলাকায় গলা কাটা দেহটি পড়ে থাকলেও, মুণ্ড পড়েছিল আরও কিছুটা দূরে। জানা গিয়েছে, নিহতের নাম মোস্তাক শেখ। বয়স ৫২ বছরের কাছাকাছি। বাড়ি মালদহ জেলার কালিয়াচক-১ ব্লকের আলিনগর গ্রামপঞ্চায়েতের জোতপ্রোম চামাটোলা গ্রামে। জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রায় দশ বছর ধরে হেমতাবাদে থাকতেন। এই এলাকা-সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফেরিওয়ালার কাজ করতেন তিনি

অন্যদিকে দীর্ঘদিন সেখানে থাকার সুবাদে অন্যের জমিতে চাষও করতেন বলে জানা গিয়েছে। নিহতের পরিবারের লোকজনের অনুমান, জমি নিয়ে কোনও বিবাদের জেরে খুন হতে হয়েছে ওই ব্যক্তিকে।

এদিন দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হেমতাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের আত্মীয় মহম্মদ মহিদুর রহমান বলেন, “আমি কালিয়াচক থানার আলিনগর গ্রামপঞ্চায়েতের সদস্য। আমার আত্মীয়, পিসির ছেলে। সকাল ৭টা নাগাদ স্ত্রীর সঙ্গে কথা বলেছে। এর ১ ঘণ্টার মধ্যে ফোন আসে খুন হয়েছে। শুনছিলাম মুস্তাক শেখ খুন হন। তবে এই মুস্তাক আমাদের আত্মীয় কিনা বুঝতে পারছিলাম না। পরে ফোনে ছবি দেখে নিশ্চিত হই। এরপর গাড়ি নিয়ে রায়গঞ্জ আসি। থানায় কথা বলি। কালিয়াচক থেকে রায়গঞ্জে এসেছি। পুলিশের উপর আমাদের ভরসা আছে। যারা দোষী তারা গ্রেফতার হবে।” পরিবারের লোকজনের অনুমান, জমিজমা নিয়ে ঝামেলার কারণে এমনটা ঘটে থাকতে পারে।

Next Article