North Dinajpur: গায়ে আগুন, বৌদির সঙ্গে সম্পর্ক জেনে স্বামীকে জড়িয়ে ধরলেন অগ্নিদগ্ধ সাধনা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 06, 2022 | 4:20 PM

North Dinajpur: গত শুক্রবার রাতে সাধনার শ্বশুরবাড়ির সদস্যরা সাধনার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।

North Dinajpur: গায়ে আগুন, বৌদির সঙ্গে সম্পর্ক জেনে স্বামীকে জড়িয়ে ধরলেন অগ্নিদগ্ধ সাধনা

Follow Us

রায়গঞ্জ: পণের দাবিতে গৃহবধূর (Housewife) উপর অত্যাচারের ঘটনা এ রাজ্যে নতুন নয়। মারধরের পাশাপাশি রাজ্যের নানা প্রান্ত থেকে প্রায়শই শোনা যায় খুনের খবরও। এবার পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী-সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। অগ্নিদদ্ধ অবস্থায় স্বামীকে জড়িয়ে ধরেন স্ত্রী। তার জেরে গায়ে আগুন গেলে যায় স্বামীরও, খবর সূত্রের। এদিকে অভিযুক্ত স্বামীর তাঁর বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন মৃতার বাড়ির সদস্যরা। যা নিয়ে দীর্ঘদিন থেকে ঝামেলাও চলত স্বামী-স্ত্রীর মধ্যে। একইসঙ্গে সাম্প্রতিককালে পণের দাম্পত্য কলহ চরমে ওঠে। শারীরিকক নির্যাতন চলত বলে অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকেদের। অভিযোগ অস্বীকার হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন অভিযুক্ত স্বামীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রায়গঞ্জে (Raiganj)।

মৃত গৃহবধূর নাম সাধনা বর্মন (২৮)। মৃতার পরিবারের দাবি, দু বছর আগে রায়গঞ্জের মনিপাড়া এলাকার বাসিন্দা শঙ্কর মন্ডলের সঙ্গে বিয়ে হয় রায়গঞ্জের কর্ণজোড়া পিরোজপুরের বাসিন্দা সাধনা বর্মনের। কিন্তু বিয়ের পর থেকে বৌদির সঙ্গে শঙ্করের অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ। আর এর জেরেই পণের জন্যও তাঁর উপর মারধর চলত বলে অভিযোগ। বেশ কয়েকদিন দিন ধরে সেই অত্যাচার চরমে পৌঁছয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

গত শুক্রবার রাতে সাধনার শ্বশুরবাড়ির সদস্যরা সাধনার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। জ্বলন্ত অবস্থায় সাধনা তাঁর স্বামী শঙ্করকে জড়িয়ে ধরলে তিনিও আগুনে দগ্ধ হন বলে খবর। ওই রাতেই দুজনকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলে শনিবার ওই গৃহবধূর মৃত্যু হয়। অন্যদিকে অভিযুক্ত স্বামী শঙ্কর মণ্ডল রায়গঞ্জ মেডিকেলে আশঙ্কাজন অবস্থায় চিকিৎসাধীন। যদিও তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তিনি জানান, রান্না ঘরে হঠাৎ তাঁর স্ত্রী গায়ে আগুন লাগিয়ে দেয়। এরপর তিনি তাঁর স্ত্রীকে বাঁচাতে গেলে তিনিও আগুনে দগ্ধ হন। এই ঘটনায় মৃতার বাবা পুলিন বর্মন মেয়ের স্বামী সহ শ্বশুরবাড়ির ছয় সদস্যের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। রবিবার রায়গঞ্জ মেডিকেলের পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতার শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Next Article