Accident: পথ দুর্ঘটনা প্রাণ কেড়েছিল দেওরের, শেষকৃত্যে যেতে গিয়েই মর্মান্তিক পরিণতি বৌদিরও

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 27, 2022 | 7:40 PM

North Dinajpur: মৃত ওই মহিলা নাম জিন্নাততারা সিদ্দিকা ওরফে লাভলি (৪৯)। বাড়ি বারাসত এলাকায়। এই ঘটনায় জখম হয়েছেন মৃতের স্বামী শেখ আমিনুল হক সহ চার।

Accident: পথ দুর্ঘটনা প্রাণ কেড়েছিল দেওরের, শেষকৃত্যে যেতে গিয়েই মর্মান্তিক পরিণতি বৌদিরও
ভয়াবহ দুর্ঘটনা (নিজস্ব ছবি)

Follow Us

উত্তর দিনাজপুর: মর্মান্তিক ঘটনা। দেওয়ের শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন। কিন্তু পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার। মৃত্যু হল বৌদির। বারসত থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। ঘটনায় আহত আরও চারজন। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার পাঞ্জিপাড়ার ঘটনা।

মৃত ওই মহিলা নাম জিন্নাততারা সিদ্দিকা ওরফে লাভলি (৪৯)। বাড়ি বারাসত এলাকায়। এই ঘটনায় জখম হয়েছেন মৃতের স্বামী শেখ আমিনুল হক সহ চার। আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রের খবর, পথ দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল ওই পরিবারের ছেলের। তাঁরই শেষকৃত্যে যাওয়ার সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় গাড়িটিতে সজোরে ধাক্কা মারে একটি লরি। আর তারপরই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা।

ঘটনার বিষয়ে শেখ আমিনুল হক জানিয়েছেন, “আমি পরিবারকে নিয়ে আমার মামাতো ভাইয়ের শেষকৃত্যে যাচ্ছিলাম। পথ দুর্ঘটনাতেই মামাতো ভাই চলে গিয়েছে। এদিন একটি ছোটো গাড়ি নিয়ে বারাসত থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। হঠাৎ গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় ৩১নং জাতীয় সড়কে পিছন দিক থেকে একটি লরি গাড়িতে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমার স্ত্রীর।”

ঘটনায় ওই পুলিশ কর্মী, তাঁর ভাই এবং ভাইয়ের স্ত্রী ও চালক গুরুতর জখম হয়েছেন। শেখ আমিনুল হক বর্তমানে এসআই পদে কর্মরত। গোটা ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর আই সি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ঘাতক লড়িটি পলাতক বলে জানা গেছে। ঘটনার তদন্তে পুলিশ।

আরও পড়ুন: Rain in West Bengal: গরমের দাপট থেকে রক্ষা পেতে বসল ব্যাঙের বিয়ের আসর, কব্জি ডুবিয়ে খেল এলাকাবাসী

আরও পড়ুন: West Bengal Weather Update: স্বস্তির খবর! খুব শীঘ্রই বদলাবে আবহাওয়া, কলকাতায় বৃষ্টির দিন জানাল হাওয়া অফিস

Next Article