Panchayat Election 2023: নেই রাস্তা, নেই পানীয় জল, ভাঙছে বিয়ে, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে পথ অবরোধে গ্রামবাসীরা

Panchayat Election 2023: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বছর সেতুর শিলান্যাস হয়েছিল। কিন্তু আজও হয়নি সেই সেতু। একইসঙ্গে রাস্তা বেহাল হওয়ায় আত্মীয়-স্বজনরা গ্রামের পথ মারায় না।

Panchayat Election 2023: নেই রাস্তা, নেই পানীয় জল, ভাঙছে বিয়ে, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে পথ অবরোধে গ্রামবাসীরা
বিক্ষোভে গ্রামবাসীরা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 4:24 PM

জলপাইগুড়ি: হাতে আর কুড়ি দিনেরও কম সময়। শেষ মুহূর্তের প্রচারে জোরকদমে মাঠে নেমেছে শাসক-বিরোধী সবপক্ষই। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আবহে তপ্ত বাংলার মাটি। এবার ভোটের মুখে রাস্তা, সেতু এবং পানীয় জলের দাবিতে ভোট বয়কটের হুমকি দিয়ে পথ অবরোধ করলেন জলপাইগুড়ি র নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশকান্দি এবং সুভাষ পল্লী এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায়, কিন্তু পরিস্থিতি বদলায় না। স্থানীয় খড়খড়িয়া নদীর উপর সেতু না থাকায় যাতাযাতে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। প্রায়শই ঘটে দুর্ঘটনা। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি কোনও। 

তাঁদের আরও অভিযোগ, গত বছর সেতুর শিলান্যাস হয়েছিল। কিন্তু আজও হয়নি সেই সেতু। একইসঙ্গে রাস্তা বেহাল হওয়ায় আত্মীয়-স্বজনরা গ্রামের পথ মারায় না। আসছে না গ্রামের ছেলে-মেয়েদের বিয়ের সম্বন্ধ। অনেকের পাকা দেখা হয়ে গেলেও শেষ পর্যন্ত গ্রামের বেহাল দশার জন্য বিয়েও ভেঙে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

প্রশাসনকে বারবার বলার পরেও কোনও সুরাহা না হওয়ায় এদিন বেলার দিকে মন্ডলঘাট- হলদিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন ১৭/২১৩ নম্বর বুথের বাসিন্দারা। সেতু,রাস্তা, পানীয় জলের ব্যবস্থা না হলে ভোট বয়কটের ও হুঁশিয়ারিও দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বাসিন্দাদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিককেরা।