নদিয়া নিয়ে নতুন করে উদ্বেগে রাজ্য, দেখুন সংক্রমণের জেলাওয়াড়ি ছবি

সোমবার নতুন করে রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ০০৩ জন। মৃত্যু হয়েছে ১৪৭ জনের।

নদিয়া নিয়ে নতুন করে উদ্বেগে রাজ্য, দেখুন সংক্রমণের জেলাওয়াড়ি ছবি
অলঙ্করণ-অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: May 17, 2021 | 9:57 PM

কলকাতা: লাগামছাড়া করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা। প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। হু হু করে বাড়ছে সংক্রমণ। একইসঙ্গে ঊর্ধ্বমুখী মরণ-গ্রাফও। শহর পেরিয়ে গ্রামবাংলার অলিন্দেও হানা দিয়েছে এই অদৃশ্য শত্রু। করোনার করাল প্রভাব প্রত্যেকটি জেলায় যে কমবেশি পড়েছে, তা স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জন। সুস্থ হয়েছেন ১১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

কোচবিহার- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৮ জন। সুস্থ হয়েছেন ২৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

দার্জিলিং- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২৮ জন। সুস্থ হয়েছেন ৫৭৯ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কালিম্পং- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। সুস্থ হয়েছেন ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

জলপাইগুড়ি- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৫ জন। সুস্থ হয়েছেন ৩৭১ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

উত্তর দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭১ জন। সুস্থ হয়েছেন ২৫৯ জন। গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দক্ষিণ দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৭ জন। সুস্থ হয়েছেন ১৬৯ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

মালদহ- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৪ জন। সুস্থ হয়েছেন ৩৩৪ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি।

মুর্শিদাবাদ- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২৪ জন। সুস্থ হয়েছেন ৪২০ জন। গত একদিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

নদিয়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৪৭ জন। সুস্থ হয়েছেন ১০০৩ জন। গত একদিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

বীরভূম- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৮ জন। সুস্থ হয়েছেন ৬৫৭ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পুরুলিয়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জন। সুস্থ হয়েছেন ২৪০ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

বাঁকুড়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৮ জন। সুস্থ হয়েছেন ৪৩৩ জন। গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হলেন ১৯ হাজার ১০১ জন, ভাবাচ্ছে মৃত্যু

ঝাড়গ্রাম- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৬ জন। সুস্থ হয়েছেন ১৪৮ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

পশ্চিম মেদিনীপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫২ জন। সুস্থ হয়েছেন ৬৫২ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পূর্ব মেদিনীপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০৬ জন। সুস্থ হয়েছেন ৮২৪ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পূর্ব বর্ধমান- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫২ জন। সুস্থ হয়েছেন ৬১০ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

পশ্চিম বর্ধমান- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬০ জন। সুস্থ হয়েছেন ৯০৯ জন। গত একদিনে জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের।

হাওড়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭১ জন। সুস্থ হয়েছেন ১১৯২ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

হুগলি- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৮৬ জন। সুস্থ হয়েছেন ১১০৬ জন। গত একদিনে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

উত্তর ২৪ পরগনা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২২০ জন। সুস্থ হয়েছেন ৩৮২২ জন। গত একদিনে করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দক্ষিণ ২৪ পরগনা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬৯ জন। সুস্থ হয়েছেন ১১৯৪ জন। গত একদিনে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কলকাতা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৯৯ জন। সুস্থ হয়েছেন ৩৭৫০ জন। গত একদিনে করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

অন্যদিকে, সোমবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ০০৩ জন। মৃত্যু হয়েছে ১৪৭ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ১০১ জন।