West Bengal Panchayat Elections 2023: তৃণমূলের ব্যানার-ফ্লেক্স গড়াগড়ি মাটিতে, ভোটের আবহে নন্দীগ্রামে বাড়ছে উত্তাপ

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Jun 24, 2023 | 9:46 PM

Panchayat Elections 2023: নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি-১ অঞ্চলের কৃষ্ণনগর। সেখানেই শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, শনিবার সকালে তাঁরা এলাকায় তাঁদের দলীয় পতাকা, ফ্লেক্স পড়ে থাকতে দেখেন। এরপরই শুরু হয় চাপানউতর।

West Bengal Panchayat Elections 2023: তৃণমূলের ব্যানার-ফ্লেক্স গড়াগড়ি মাটিতে, ভোটের আবহে নন্দীগ্রামে বাড়ছে উত্তাপ
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের আবহে বারবার উত্তপ্ত হচ্ছে নন্দীগ্রাম (Nandigram)। এবার রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা, ব্যানার, ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগের আঙুল বিজেপির দিকে। যদিও বিজেপির নেতারা এই অভিযোগ অস্বীকার করে বলেন, এভাবে নিজেদের গোষ্ঠীকোন্দল বিজেপির ঘাড়ে ঠেলে বাঁচতে চাইছে। নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি-১ অঞ্চলের কৃষ্ণনগর। সেখানেই শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, শনিবার সকালে তাঁরা এলাকায় তাঁদের দলীয় পতাকা, ফ্লেক্স পড়ে থাকতে দেখেন। এরপরই শুরু হয় চাপানউতর।

খোদামবাড়ি-১ অঞ্চল তৃণমূলের সাধারণ সম্পাদক প্রভাকর বেরার কথায়, “তৃণমূলের যত ব্যানার পতাকা টাঙানো হয়েছিল সেগুলি নষ্ট করা হয়। বিজেপির লোকজন ফ্লেক্সও নষ্ট করেছে। এখানে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি। ওরা বুঝতে পেরেছে এখানে ওদের কোনও জায়গা নেই। তৃণমূল বিপুল ভোটে জিতবে। তাই অশান্তি পাকাতে চাইছে।”

যদিও বিজেপি নেতা প্রলয় পালের কথায়, “হেরে যাওয়ার আতঙ্কে শাসকদলের লোকেরা রাতের অন্ধকারে নিজেদের পতাকা নিজেরা নষ্ট করছে। আর বিজেপিকে দুষছে। তৃণমূল যেন মনে রাখে এটা নন্দীগ্রাম। এখানে সিমপ্যাথির ভোট মেলে না। এটা পরিবর্তনের পীঠস্থান।”

নন্দীগ্রামের দাউদপুর গ্রামপঞ্চায়েত এলাকার ভাটপুকুরে একই জায়গায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো ছিল। বিজেপি স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বিজেপির কয়েকটি পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ পঞ্চায়েত ভোটের আবহে ফের তাতছে নন্দীগ্রাম।

Next Article