ঈদে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩০, আহত ৭৪
মৃতদের মধ্যে বেশিরভাগ যাত্রীই শ্রমিকের কাজ করেন, তাঁরা এ দিন ঈদের ছুটি উপলক্ষে বাড়ি ফিরছিলেন।
ইসলামাবাদ: ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন একদল শ্রমিক ও তাঁদের পরিবার। ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩০ জনের, আহত অন্তত ৭৪। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের দেরা গাজি হাইওয়ের ওপর দুর্ঘটনা ঘটে সোমবার সকালে। বাসটি সিয়ালকোট থেকে রাজনপুরের দিকে যাচ্ছিল যখন দুর্ঘটনাটি ঘটে। লাহোর থেকে ৪৩০ কিলোমিটার দূরে দেরা গাজি জেলায় এই ঘটনা ঘটেছে।
এ দিন ভোর ৫ টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। মৃতদে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন পাঠানো হয়েছে। দেরা গাজি টিচিং হাসপাতালের চিকিৎসক ড. নাজিবুর রহমান জানিয়েছেন, ৩০ জনের মৃত্যু হয়েছে, আহত ৭৪ জন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসক।
পাকিস্তানের মন্ত্রী শেখ রসিদ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ঈদের ছুটির আগে এ যেন এক বিপর্যয়। পাকিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইটে এই খবর জানিয়েছেন। সব গাড়ির চালককে সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সম্ভবত বাসটি নিয়ন্ত্রণ হারানোতেই এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানে দুর্ঘটনা নতুন নয়। সে দেশে ট্রাফিকের কড়া নিয়ম না থাকায় প্রায়শই এই ধরনের ঘটনা ঘটে থাকে। আরও পড়ুন: আড়িপাতা হয়েছিল প্রশান্ত কিশোরের ফোনে! পেগাসাসের তালিকায় ছিল অভিষেকের নামও?