বেলগ্রেড: হঠাৎ করেই শুরু হল চোখ জ্বালা, কিছুক্ষণ পর থেকে শুরু হল বমিও। একজন বা দুইজন নয়, এলাকার কমপক্ষে ৫১ জন অসুস্থ হয়ে পড়লেন। কী কারণে এই হঠাৎ অসুস্থতা, তা খুঁজতে গিয়েই জানা গেল সামনের রেললাইনেই লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি। রহস্য উদঘাটন করে জানা গেল, যে মালগাড়িটি লাইনচ্যুত হয়েছিল, তাতে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যামোনিয়া (Amonia)। দুর্ঘটনার সময়ে সেই অ্যামোনিয়া পড়ে যাওয়াতেই বাতাস বিষিয়ে ওঠে। অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ৫১ জন। রবিবার ঘটনাটি ঘটেছে সার্বিয়ার (Serbia) পাইরট শহরে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব সার্বিয়ায় রবিবার একটি পণ্য়বাহী ট্রেন লাইনচ্যুত হয়। ২০ বগির ওই ট্রেনটি বুলগেরিয়া থেকে বিষাক্ত গ্যাস নিয়ে আসছিল। বরফের কারণে কোনওভাবে লাইনচ্যূত হয়ে যায় ট্রেনটি। সেই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও, ট্রেনে রাখা একটি ট্য়াঙ্কার থেকে অ্যামোনিয়া গ্য়াস লিক হয়ে বাতাসে মিশে যায়।
অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার পরই আশেপাশের এলাকার সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েন। কমপক্ষে ৫১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে সাতজনকে নিস শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শহরের মেয়র ভ্লাদান ভাসিক জানান, মালগাড়িটি লাইনচ্য়ুত হওয়ার পরেই সতর্কতা জারি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের বাড়িতে দরজা-জানালা বন্ধ করে রাখতে বলা হয়েছিল। তারপরও কোনওভাবে ৫১ জন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন।
সার্বিয়ার অভ্য়ন্তরীণ মন্ত্রকের তরফেও জানানো হয়েছে, প্রচুর পরিমাণ অ্যামোনিয়া গ্য়াস লিকের কারণে বাতাস বিষিয়ে উঠেছিল। এই ঘটনার পরই পাইরট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আপাতত বাড়িতেই থাকতে বলা হয়েছে।