বেজিং: নতুন বছরের শুরুটা ভাল হবে না চিনের (China) জন্য। আগেই মিলছে তার আভাস। করোনার সুনামি শুরু হয়েছে চিনে। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ (COVID-19)। দৈনিক লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। প্রাণও হারাচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে আরও উদ্বেগের কথা শোনাল বিশেষজ্ঞরা। জানালেন, আগামী বছরের জানুয়ারিতে আরও ভয়ঙ্কর অবস্থা হতে পারে চিনের। এই সময়ে সংক্রমণ শীর্ষে পৌঁছবে। অর্থাৎ নতুন বছরে চিনে দৈনিক আক্রান্তের সংখ্যা কয়েক কোটিতে পৌঁছতে পারে। এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত নয় চিনের স্বাস্থ্য দফতর, এমনটাও জানানো হয়েছে।
রবিবারই চিনের ন্যাশনাল হেলথ কমিশনের তরফে জানানো হয়েছে, এবার থেকে আর সরকারের তরফে দৈনিক করোনা আক্রান্তের নথি প্রকাশ করা হবে না। সরাসরি ন্যাশনাল হেলথ কমিশন এই তথ্য প্রকাশ করবে। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হবে নাকি সাপ্তাহিক বা মাসিক আক্রান্তের নথি প্রকাশ করা হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এরফলে কয়েকশো কোটি জনসংখ্যার দেশে কতজন করোনা আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে সঠিকভাবে কোনও তথ্য জানা যাচ্ছে না।
চিনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে চিনে একদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭০ লক্ষে পৌঁছেছিল, যা চিনে করোনার ইতিহাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের অনুমান, যদি এভাবেই সংক্রমণ বাড়তে থাকে, তবে জানুয়ারি মাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষে পৌঁছবে।
শুধুমাত্র বড় শহরগুলিতেই নয়, ছোট ছোট শহর, গ্রামেও দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এই অঞ্চলগুলিতে হাসপাতালের পরিকাঠামো তুলনামূলকভাবে খুব একটা উন্নত নয়। তার উপরে ব্যাপক হারে করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য দফতরের পরিকাঠামে ভেঙে পড়ছে।