Teenage Hacker: কারাবাস নয়, হাসপাতালবাসের সাজা শোনাল আদালত! কী কাণ্ড করেছিল যুবক

Hacker: চলতি মাসেই শুরুর দিকে মুক্তি পেয়েছে জনপ্রিয় কম্পিউটার গেম জিটিএ ৬-এর ট্রেলার। কিন্তু সেই ট্রেলার মুক্তি পাওয়ার আগেই গেমিং সংস্থার ডেটাবেস হ্যাক করে ৯০টি ভিডিয়ো ক্লিপ চুরি করে নেওয়ার অভিযোগ রয়েছে এই তরুণ হ্যাকারের বিরুদ্ধে।

Teenage Hacker: কারাবাস নয়, হাসপাতালবাসের সাজা শোনাল আদালত! কী কাণ্ড করেছিল যুবক
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Dec 24, 2023 | 9:30 AM

লন্ডন: জেলযাত্রা নয়, এবার একটু অন্য ধরনের সাজার কথা শুনুন। এ হল হাসপাতালযাত্রা। যতক্ষণ না ডাক্তারবাবুরা বলবেন, আসামি সমাজের জন্য নিরাপদ, ততক্ষণ হাসপাতালেই থাকতে হবে। এমনই সাজা শোনাল আদালত। কী ভাবছেন? এমনও হয় নাকি! সত্যিই এমনই এক নির্দেশ দিয়েছে ব্রিটেনের এক আদালত। গত বৃহস্পতিবার ব্রিটেনের সারে প্রদেশের গিল্ডফোর্ড ক্রাউন আদালত এই সাজা দিয়েছে আঠারো বছর বয়সি এক যুবককে।

সংবাদসংস্থা বিবিসি সূত্রে জানা যাচ্ছে, ওই যুবকের বাড়ি অক্সফোর্ডে। অটিজ়মে ভুগছে। মাত্র ১৮ বছর বয়সেই যা ভেলকি দেখিয়েছে যুবক, তাতে চোখ কপালে উঠেছে সকলের। চলতি মাসেই শুরুর দিকে মুক্তি পেয়েছে জনপ্রিয় কম্পিউটার গেম জিটিএ ৬-এর ট্রেলার। কিন্তু সেই ট্রেলার মুক্তি পাওয়ার আগেই গেমিং সংস্থার ডেটাবেস হ্যাক করে ৯০টি ভিডিয়ো ক্লিপ চুরি করে নেওয়ার অভিযোগ রয়েছে এই তরুণ হ্যাকারের বিরুদ্ধে। ল্যাপসাস নামে এক কুখ্যাত সাইবার ক্রাইম গ্যাং-এর সঙ্গে যুক্ত এই যুবক। এই সাইবার ক্রাইম গ্যাং বিভিন্ন নামী সংস্থার লাখ লাখ টাকার ক্ষতি করেছে ইতিমধ্যেই।

হ্যাক করে জিটিএ ৬-এর অপ্রকাশিত ক্লিপিং চুরির অভিযোগে গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু হেফাজতে থাকাকালীন ওই যুবক নিজের শরীরের একাধিক চোট লাগিয়ে ফেলেছিল। অন্য়দেরও কমবেশি জখম করেছে। তাতে বেশ কিছু সম্পত্তিও নষ্ট হয়েছে। আদালতেও পেশ করতে সমস্যা হচ্ছিল যুবককে। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, অটিজ়মের জটিল সমস্যা থাকার কারণে আদালতে পেশ করা সম্ভব নয় তাকে।

এমন পরিস্থিতি রোজ রোজ আসে না। অটিজ়মে ভুগতে থাকা ওই হ্যাকারকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, কীভাবে তার বিরুদ্ধে বিচার হবে, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। যেহেতু অটিজমের সমস্যায় ভুগতে থাকা ওই হ্যাকারকে আদালতে পেশ করা সম্ভব হচ্ছিল না, তাই অভিযুক্তের বক্তব্য শোনা সম্ভব হচ্ছিল না। তাই বিচারকের কাছে চিকিৎসকরা অনুরোধ করেন, অটিজমের শিকার ওই যুবক এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল, এটা যদি ধরেও নেওয়া হয়… তাহলে কি সে অপরাধের অভিপ্রায় নিয়ে সেই কাজ করেছিল? সেটি বিচার করে দেখার জন্য।

শেষ পর্যন্ত বিচারক ওই অভিযুক্তকে তরুণদের জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। সঙ্গে এও জানিয়ে দেন, যতক্ষণ না চিকিৎসকরা বলবেন, ওই যুবক সমাজের জন্য নিরাপদ, ততক্ষণ হাসপাতালেই থাকতে হবে তাকে।