Durga Puja in New York: বাংলার পাশাপাশি গোটা বিশ্বজুড়েই পুজোতেই প্রতিবাদের ঢেউ, টাইম স্কোয়ারের উমা আরাধনায় বিশেষ চমক

Durga Puja in New York: নিউইয়র্ক-সহ আমেরিকার একাধিক শহর, অস্ট্রেলিয়ার বিভিন্ন পুজো মণ্ডপ, কলম্বিয়া, কানাডার বিভিন্ন পুজো মণ্ডপে দেখা যাচ্ছে একই ছবি। স্বচ্ছ বিচার, সঠিক যৌন শিক্ষা, লিঙ্গনির্বিশেষে কর্মক্ষেত্রে নিরাপত্তা, সঠিক আইনি পরিচালনা সহ একাধিক দাবিতে জনমত গড়ে তোলার চেষ্টাও চলছে।

Durga Puja in New York: বাংলার পাশাপাশি গোটা বিশ্বজুড়েই পুজোতেই প্রতিবাদের ঢেউ, টাইম স্কোয়ারের উমা আরাধনায় বিশেষ চমক
পুজোয় মেতেছে আমেরিকা Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Updated on: Oct 09, 2024 | 1:30 PM

পুজোয় মেতেছে বাংলা। দেশের গণ্ডি ছাড়িয়ে পুজোয় মাতোয়ারা প্রবাসী বাঙালিরাও। তবে পুজো হলেও প্রতিবাদ কিন্তু এখনও থামছে না। পুজোর মধ্যে তিলোত্তমার সুবিচার ও স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে আন্দোলন জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকেরা। চলছে অনশন। এদিকে আরজি কর কাণ্ডের শুরু থেকেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল প্রবাসেও। আমেরিকা থেকে ব্রিটেন সর্বত্র উঠেছিল স্লোগান। এবার পুজোতেও সেই ছবির অন্যথা হচ্ছে না। ২৩টি দেশে প্রায় ১০০ বাঙালি কমিউনিটির উদ্যোগে যে দুর্গাপুজোগুলি হচ্ছে সেগুলিতে দেখা যাচ্ছে প্রতিবাদের ছবি। অক্টোবরের প্রথম সপ্তাহে হচ্ছে ২৫টি পুজো, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হচ্ছে ৫৫ থেকে ৬০টি পুজো। প্রতিক্ষেত্রেই জারি প্রতিবাদ, তিলোত্তমার সুবিচারের দাবিতে তৈরি হয়েছে দ্রোহের সংহতি। 

নিউইয়র্ক-সহ আমেরিকার একাধিক শহর, অস্ট্রেলিয়ার বিভিন্ন পুজো মণ্ডপ, কলম্বিয়া, কানাডার বিভিন্ন পুজো মণ্ডপে দেখা যাচ্ছে একই ছবি। স্বচ্ছ বিচার, সঠিক যৌন শিক্ষা, লিঙ্গনির্বিশেষে কর্মক্ষেত্রে নিরাপত্তা, সঠিক আইনি পরিচালনা সহ একাধিক দাবিতে জনমত গড়ে তোলার চেষ্টাও চলছে। চলছে সই সংগ্রহ। উদ্যোক্তারা জানাচ্ছেন গোটা অক্টোবর জুড়েই পুজোর সঙ্গে এই প্রতিবাদ কর্মসূচি চলবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশ হয়ে আফ্রিকার জাম্বিয়া, নাইজেরিয়া পেরিয়ে ইউরোপের জার্মানি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং আরও পশ্চিমে মেক্সিকোতেও একই ছবি। 

অন্যদিকে এবার নিউইয়র্কের প্রাণ তথা গোটা বিশ্বের রাজধানী বলে খ্যাত টাইম স্কোয়ারের পুজোতেও থাকছে বিশেষ চমক। প্রতিবারের মতো এবারও ভারত ও বাংলাদেশের বাইরে সবথেকে বেশি মানুষের জমায়েত হতে চলেছে এই পুজোয়। থাকছে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে ফুড ফেস্টিভ্যাল, লাইভ মিউজিকের ব্যবস্থা। গোটা পুজোই আবার লাইভ স্ট্রিমিংও হতে চলেছে। সেই ব্যবস্থাও করা হয়েছে।