Lottery: লটারিতে ৮০ কোটি টাকা জেতার পর যুবক যা করলেন…, জিতে নিলেন হৃদয়

Jan 17, 2025 | 9:25 PM

Lottery: জেমস জানান, তিনি তাঁর গার্লফ্রেন্ডের বাড়িতে ছিলেন। সেইসময় তাঁর ফোনে ন্যাশনাল লটারি অ্যাপে একটি মেসেজ আসে। সেই মেসেজ দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না জেমস। বলেন, "মনে হচ্ছিল, স্বপ্ন দেখছি।"

Lottery: লটারিতে ৮০ কোটি টাকা জেতার পর যুবক যা করলেন..., জিতে নিলেন হৃদয়
জেমস ক্লার্কসন
Image Credit source: X handle

Follow Us

লন্ডন: স্বপ্ন মনে হচ্ছিল তাঁর। কেমন অবিশ্বাস্য ঠেকছিল। বারবার মেসেজ দেখছিলেন। তাতেও ঘোর কাটছিল না। শেষে বাবাকে ফোন। ঘোর কাটল যুবকের। সত্যিই লটারিতে ৮০ কোটি টাকা জিতেছেন। রাতে পরিবারের সবার সঙ্গে পার্টি করলেন। কিন্তু, পরদিন সকালে ওই যুবক যা করলেন, তাতে অবাক হয়ে গেলেন সবাই। ৮০ কোটি টাকা জয়ের পাশাপাশি হৃদয় জিতে নিলেন।

জেমস ক্লার্কসন। বছর কুড়ির এই যুবক ট্রেনি গ্যাস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। ক্রিসমাসে ন্যাশনাল লটারিতে ১২০ পাউন্ড জেতেন তিনি। ওই টাকায় আরও কয়েকটি টিকিট কেনেন। সেই টিকিট থেকে ৭৯.৫৮ কোটি টাকা জিতলেন তিনি।

জেমস জানান, তিনি তাঁর গার্লফ্রেন্ডের বাড়িতে ছিলেন। সেইসময় তাঁর ফোনে ন্যাশনাল লটারি অ্যাপে একটি মেসেজ আসে। সেই মেসেজ দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না জেমস। বলেন, “মনে হচ্ছিল, স্বপ্ন দেখছি।”

এই খবরটিও পড়ুন

তারপরই তাঁর বাবাকে ফোন করেন জেমস। বলেন, “বাবাকে ফোন করতেই বাড়ি আসতে বললেন। জানালেন, দু’জনে একসঙ্গে বসে মেসেজটা আবার দেখব।” সকাল ৯টায় বাড়িতে সবাই এক জায়গায় বসে। জেমস, তাঁর বাবা স্টিফেন, তাঁর মা বেকি এবং ভাই থমাস। এরপর ন্যাশনাল লটারির হেল্পলাইনে ফোন করেন জেমস। পরিবারে তখন চাপা উত্তেজনা। হেল্পলাইন থেকে ফোনে জানানো হল, সত্যিই লটারি জিতেছেন জেমস। তিনি বলেন, “আনন্দে পাগলের মতো হাসতে লাগলাম। আমার অবিশ্বাস্য লাগছিল।” খবর পেয়ে পরিজনরা জেমসের বাড়ি আসেন। বাড়িতে পার্টি হয়।

রাতারাতি বড়লোক হওয়ার পরও জেমস পরদিন যা করলেন, তাতে মুগ্ধ হয়ে গেলেন সবাই। তীব্র ঠান্ডার মধ্যে পরদিন সকালে কাজে গেলেন। ঠান্ডার মধ্যেই ড্রেন পরিষ্কার করলেন। ৮০ কোটি টাকার লটারি জিতেও নিজের কাজকে অবহেলা করতে চাননি জেমস। বলেন, “আমার বয়স বেশি নয়। এখনই কাজ বন্ধ করে ঘরে বসে থাকতে চাই না। আমি সাধারণ থাকতে চাই।”

 

Next Article