Employees fired over Zoom call: ‘আজই শেষ দিন’, ৩ মিনিটের একটা ভিডিয়ো মেসেজে চাকরি গেল ৮০০ জনের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 19, 2022 | 1:15 PM

Employees fired over Zoom call: বেটার ডট কম নামে এক সংস্থা গত বছর এ ভাবেই কর্মীদের ছাঁটাই করেছিল। আর তারপর ফের একই ঘটনা।

Employees fired over Zoom call: আজই শেষ দিন, ৩ মিনিটের একটা ভিডিয়ো মেসেজে চাকরি গেল ৮০০ জনের
এই ঘোষণায় সমালোচনার মুখে সংস্থা

Follow Us

ব্রিটেন : করোনাকালে বদলে গিয়েছে অনেক কিছুই। অফিসের বদলে বাড়ি থেকে কাজ করার রীতি শুরু হয়েছে। কনফারেন্স রুমের বদলে অনেক ক্ষেত্রেই মিটিং হয় জুম কলে। তবে সেই জুম কলে কর্মীদের ছাঁটাইয়ের ঘোষণা করে সাড়া বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল বেটার ডট কম। সংস্থার কর্ণধার বিশাল গর্গ ৯০০ কর্মীর চাকরি চলে যাওয়ার কথা জানিয়েছিলেন জুম কলে। এবার এক ব্রিটিশ সংস্থা সেই একই কাজ করল। পি অ্যান্ড ও ফেরি (P and O Ferry) নামে ওই ব্রিটিশ সংস্থার সম্প্রতি এক ভিডিয়ো মেসেজে ৮০০ কর্মীকে ছাঁটাই করেছে। মাত্র তিন মিনিটের কলে ছাঁটাইয়ের ঘোষণা করেছে ওই সংস্থা।

গত ১৭ মার্চ পি অ্যান্ড ও ফেরি নামে ওই সংস্থা কর্মীদের একটি ভিডিয়ো বার্তা পাঠায়। সেই বার্তায় জানানো হয়, মালপত্র পরিবহকনকারী এই সংস্থার ভেসেলগুলিতে ভিন্ন সংস্থার হাতে থাকবে কর্মীদের দায়িত্ব। সেই সংস্থার কর্মীদের নিয়োগ করা হবে। তাই প্রয়োজন না থাকায় বর্তমান কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। সাফ জানিয়ে দেওয়া হয়, আজই চাকরির শেষ দিন। স্বাভাবিকভাবেই কর্মীরা এই ঘোষণায় কার্যত অবাক। সংস্থার তরফ থেকে কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

কর্মীরা জানাচ্ছেন যে তাঁদের কাছে আগে থেকে এই বিষয়ে কোনও খবর ছিল না। কিন্তু, সংস্থার দাবি ইমেলের মাধ্যমে ও মোবাইলে মেসেজ পাঠিয়ে চাকরি ছাঁটাইয়ের কথা জানানো হয়েছিল। জানা গিয়েছে, গত ২ বছর ধরে ২০ কোটি ইউরো লোকসানে চলছিল ওই সংস্থা। তাই ৮০০ কর্মীকে ছাঁটাই করা ছাড়া সংস্থার কাছে আর কোনও উপায় ছিল না। তবে এই ঘোষণার সমালোচনা করেছেন অনেকেই। এই ঘটনা প্রসঙ্গে ব্রিটিশ সাংসদ এমপি কার্ল টার্নার জানিয়েছেন, ওই সংস্থায় যারা বিনিয়োগ করে তাদের সবাইকে টাকা দেওয়া বন্ধ করে দিতে বলা হয়েছে। সরকারের সঙ্গে কথা বলতে বলা হয়েছে ওই সংস্থাকে।

আরও পড়ুন : Russia-Ukraine Conflict: রাস্তার ধারে পড়ে রয়েছে স্ট্রোলার, নেই কোনও শিশু! আসল কারণটা জানলে মন কেঁদে উঠবে আপনারও…

 

Next Article