লাহোর: ২৬/১১ মুম্বই হামলার ‘মাস্টারমাইন্ড’ হাফিজ় সইদকে (Hafiz Saeed) ১৫ বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিল পাকিস্তানের এক আদালত। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এই নির্দেশের কথা জানান আদালতের এক আধিকারিক। ১৫ বছরের জেলের পাশাপাশি পাকিস্তানি মুদ্রায় ২ লক্ষ টাকা জরিমানাও করেছে ওই আদালত।
চলতি বছরে চারটি মামলায় হাফিজ়কে দোষী সাব্যস্ত করেছে পাক প্রশাসন। হাফিজ় ছাড়াও এদিন একই সাজা শোনানো হয় জামাত-উদ-দাওয়ার ইয়ায়া মুজাহিদ, জ়ফর ইকবাল, হাফিজ় আবদুস সালাম ও মহম্মদ আসরাফকে। এই ১৫ বছর যুক্ত হওয়ার হাফিজ়কে মোট জেলে থাকতে হবে ৩৬ বছর। কয়েক দিন আগেই নাশকতার মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল পাক আদালত। সেবারও জ়ফর ইকবাল ও ইয়াহুয়া মুজ়াইদকে সাজা পেতে হয়েছিল। তখন তার শ্যালক আব্দুল রহমান মক্কিকেও ৬ মাসের কারাবন্দি থাকার সাজা দিয়েছিল আদালত। বর্তমানে লাহোরের কোট লাখপত জেলে রয়েছে হাফিজ়।
মুম্বই হামলার পর থেকেই ভারতে ‘ওয়ান্টেড’ হাফিজ়। ২৬/১১ হামলায় ১৬৬ জনকে গুলি করে মেরেছিল ১০ জন জঙ্গী। সেই হামলায় অভিযুক্ত ছিল হাফিজ়। ভারত সরকার একাধিক প্রমাণ-সহ হাফিজের বিরুদ্ধে পাক সরকারের শরণাপন্ন হলেও সে বিষয়ে কর্ণপাত করেনি ইমরান সরকার। রাষ্ট্রসঙ্ঘ ও আমেরিকাও হাফিজ়কে ‘আন্তর্জাতিক জঙ্গী’ হিসাবে ঘোষণা করেছিল। তারপর রাষ্ট্রসঙ্ঘ ও ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)ক্রমাগত পাকিস্তানকে চাপ দিচ্ছিল হাফিজ়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ায়। অবশেষে গত বছরের জুলাই মাসে হাফিজ়কে গ্রেফতার করে পাক পুলিস।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা না ব্রিটেন! করোনার নয়া ‘স্ট্রেনের’ তীব্রতা নিয়ে জোর তরজা
হাফিজ়ের নামে পাকিস্তানের বিভিন্ন আদালতে মোট ৪১ টি মামলা দায়ের করেছে সন্ত্রাস দমন শাখা। উল্লেখ্য, হাফিজ়ের মাথার দাম ১ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭৪ কোটিরও বেশি টাকা।