ঢাকা: ফের বাংলাদেশে করোনা প্রতিষেধকের (COVID Vaccine) পরীক্ষা করতে চায় চিন। এবার একটি প্রতিষেধকের তৃতীয় পর্বের ট্রায়ালের প্রস্তাব এসেছে বেজিং থেকে। বাংলাদেশে টিকার ট্রায়াল, গবেষণা ও কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে চিনা আনুই জিফেই লংকম বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে টিকার ট্রায়ালের সব খরচও বহন করতে উৎসাহী তারা।
এর আগেও বাংলাদেশে করোনা প্রতিষেধকের ট্রায়াল করতে চেয়েছে চিন। সিনোভ্যাক টিকার ট্রায়াল বাংলাদেশে করতে চেয়েছিল চিনের সংস্থা। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এবার টিকা পরীক্ষা করতে চেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে প্রস্তাবনা দিয়েছে। কিন্তু এক্ষেত্রেও ফের দেখা দিয়েছে জটিলতা।
আরও পড়ুন: ফের মুম্বই হামলার ‘মাস্টারমাইন্ড’ হাফিজ়কে সাজা শোনাল পাক আদালত, জেলে বন্দি থাকতে হবে ৩৬ বছর!
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে বেশ কয়েকটি শর্তের কথা জানিয়ে বিস্তারিত প্রস্তাব দিতে বলা হয়েছে আনুই জিফেই সংস্থাকে। এপর্যন্ত সারা বিশ্বে অনুমোদনপ্রাপ্ত টিকার সংখ্যা ৪। অনুমোদন পেয়েছে ফাইজ়ার, মডার্না, স্পুটনিক ভি ও সিনোভ্যাক। আর এখন সারা বিশ্বে তৃতীয় পর্বের ট্রায়াল চলছে ১৫ টি টিকার। তার মধ্যে রয়েছে আনুই জিফেই সংস্থার টিকা। শর্ত মেনে যদি চিনের সংস্থা ফের প্রস্তাবনা পাঠায়, তারপরই পরবর্তী পদক্ষেপ করবে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়। তবে আনুই জিফেই সংস্থার বক্তব্য, তারা বাংলাদেশে প্রতিষেধকের ট্রায়ালে যথেষ্ট আগ্রহী।