AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indians Stranded in Iran: ইরান-ইজরায়েলের চক্রব্যূহে আটকে ভারতীয়রা, বন্ধ এয়ারপোর্ট, দেশে ফিরবেন কীভাবে?

Iran-Israel War: ইরান ও ইজরায়েলে কয়েক হাজার ভারতীয় আটকে রয়েছে। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের উদ্ধার করে আনার জন্য বিভিন্ন পথ খতিয়ে দেখা হচ্ছে।

Indians Stranded in Iran: ইরান-ইজরায়েলের চক্রব্যূহে আটকে ভারতীয়রা, বন্ধ এয়ারপোর্ট, দেশে ফিরবেন কীভাবে?
ইরানে ঘরছাড়া হাজার হাজার মানুষ।Image Credit: PTI
| Updated on: Jun 16, 2025 | 10:51 AM
Share

তেহরান: রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, প্রাণ যাচ্ছে উলু-খাগড়ার। ইজরায়েল-ইরানের সংঘাত চরমে, আর মহা বিপদে পড়েছে সাধারণ মানুষ। ঘরছাড়া হতে হচ্ছে তাদের। মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু। যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে বহু ভারতীয়। এদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। তাদের কী হবে, কীভাবে ফিরবেন দেশে, তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। এবার ভারতের অনুরোধ শুনল ইরান। বলে দিল সেফ প্যাসেজ।

ইজরায়েল ক্রমাগত হামলা চালাচ্ছে ইরানে। টানা তিনদিন ধরে মিসাইল বর্ষণ করেই যাচ্ছে। এই পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিতভাবে উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছিল কেন্দ্র। ভারতের সেই অনুরোধ রেখে তেহরান সোমবার জানাল, ইরানের এয়ারস্পেস বন্ধ থাকলেও, ল্যান্ড বর্ডার বা সীমান্ত খোলা রয়েছে। সড়কপথে তাদের উদ্ধার করে আনা যেতে পারে।

ইরানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, একাধিক দেশ থেকেই তাদের কূটনীতিক ও নাগরিকদের ফেরানোর অনুরোধ আসছিল। সীমান্ত খোলা রয়েছে।

ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করে আনার জন্য ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছে ইরানের বিদেশমন্ত্রী। ভারতের উদ্ধারকাজে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছে। ভারতীয়দের নাম, পাসপোর্ট নম্বর ও যে গাড়িতে করে সীমান্ত পার করছে, সেই নম্বর জেনারেল প্রোটোকল ডিপার্টমেন্টে জানাতে বলা হয়েছে। কোন সময়ে, কোন সীমান্ত দিয়ে তারা ইরান থেকে বেরতে চাইছেন, সেই তথ্যও জানাতে বলা হয়েছে যাতে তাদের সুরক্ষিতভাবে বের করে আনার ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত, ইরান ও ইজরায়েলে কয়েক হাজার ভারতীয় আটকে রয়েছে। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের উদ্ধার করে আনার জন্য বিভিন্ন পথ খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয়রা যেন আতঙ্কিত না হন এবং বিনা প্রয়োজনে যেন বাইরে না যান।