AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abdul Kader Siddique: ‘সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন, সেনার দায়িত্ব নেওয়া দরকার’, বার্তা বঙ্গবীর কাদেরের

Abdul Kader Siddique: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করেন আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, "এই কাজটা মোটেও ভাল নয়। পড়ুয়াদের দায়িত্ব নেওয়া দরকার। প্রশাসনের দায়িত্ব নেওয়া দরকার। বিশেষ করে সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া দরকার। সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন।"

Abdul Kader Siddique: 'সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন, সেনার দায়িত্ব নেওয়া দরকার', বার্তা বঙ্গবীর কাদেরের
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী
| Edited By: | Updated on: Aug 09, 2024 | 7:25 PM
Share

ঢাকা: এখনও অশান্ত বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়েছিল পদ্মাপারের দেশ। প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। তবে অশান্তি এখনও জিইয়ে রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ। এবার এই নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন সাংসদ তথা মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী। সংখ্যালঘুদের সুরক্ষায় সেনাবাহিনীর পদক্ষেপ করা দরকার বলে তিনি মন্তব্য করলেন।

বুধবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন করেন মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী। তাঁকে বঙ্গবীর বলেও সম্বোধন করা হয়। বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শন করে তিনি বলেন, “দেশে একটা বিপ্লব হয়েছে। আমি ছাত্রদের এই সফল আন্দোলনকে অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু জাতির পিতা। স্বাধীনতার মহানায়ক। নিশ্চয় আওয়ামী লীগ অন্যায় কাজ করেছেন। কিন্তু, বঙ্গবন্ধু অন্যায় করেননি। কিন্তু, তাঁর বাড়ি ধ্বংস বাঙালি জাতির জন্য কলঙ্কের হয়ে থাকবে। বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস হওয়া দেখার আগে আমার মৃত্যু হলে ভাল হত। আমি সকল ছাত্রকে বলব, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।”

এরপরই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করেন আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, “এই কাজটা মোটেও ভাল নয়। পড়ুয়াদের দায়িত্ব নেওয়া দরকার। প্রশাসনের দায়িত্ব নেওয়া দরকার। বিশেষ করে সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া দরকার। সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন।”

একসময় আওয়ামী লীগের সদস্য ছিলেন আব্দুল কাদের। পরে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা। এই নিয়ে তিনি বলেন, “সবাই অনুরোধ করব কোনও আওয়ামী লীগের নেতার গায়ে হাত দেবেন না। দেশে শান্তি বজায় থাকুক।”

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নাম ঘোষণা করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। তবে এই মুহূর্তে প্যারিসে রয়েছেন মহম্মদ ইউনুস। আব্দুল কাদের বলেন, “আমি তাঁকে অভিনন্দ জানাই। তবে আর এক মুহূর্তও তাঁর প্যারিসে বসে থাকার মানে হয় না।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)