মেলবোর্ন: আগামী ২৪ মে সিডনিতে কোয়াডের বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গতকাল বিদেশ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে মোদীর এই বিদেশ সফরের কথা জানানো হয়। তবে বুধবারই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্য়ান্টনি অ্যালবানিজ জানিয়ে দিলেন, আগামী সপ্তাহে সিডনিতে কোয়াড বৈঠক হবে না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সবুজ সংকেত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, কোয়াডের সদস্য দেশগুলি হল অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও আমেরিকা। আগামী সপ্তাহে ২৪ মে এই চার সদস্যে দেশের নেতাদের নিয়েই এই কোয়াড বৈঠক হওয়ার কথা ছিল। এই বৈঠকে মোদীর যোগ দেওয়ার বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানোও হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেষ মুহূর্তে জানান, এই বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারবেন না। ওয়াশিংটনে ঋণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে তাঁর। এরপর অ্য়ান্টনি অ্য়ালবানিজ বলেছিলেন, বাইডেনকে ছাড়াই শীর্ষ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হতে পারে। তবে শেষ পর্যন্ত তা বাতিল করা হল।
অ্যালবানিজ জানিয়েছেন, “প্রেসিডেন্ট এই সফর স্থগিত করার জন্য ক্ষমা চেয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব বাইডেনের অস্ট্রেলিয়া সফর পুনঃনির্ধারণ করা হবে।” তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন. কোয়াড বৈঠক না হলেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হতেই পারে সিডনিতে।