ঢাকা: গুরুতর অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশের চট্টগ্রামের জেলে কারাবন্দি রয়েছেন তিনি। সেখানেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। জেলে ঠিক মতো চিকিৎসা পরিষেবাও মিলছে না বলেই জানা গিয়েছে। আগামী ২ জানুয়ারি চিন্ময় কৃষ্ণের জামিনের মামলার শুনানি রয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, জেলে অসুস্থ হয়ে পড়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা অত্যাধিক কমে গিয়েছে। চট্টগ্রামের হিন্দু সংগঠনগুলির দাবি, জেলে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না চিন্ময় কৃষ্ণকে। যদিও আরেকটি সূত্রে খবর, রবিবারই জেলে চিন্ময় কৃষ্ণকে দেখতে আসেন চিকিৎসকরা। তাঁকে ওষুধও দেওয়া হয়েছে।
বিগত দেড় মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস। দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। আদালতে বারবার খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আর্জি। আগামী ২ জানুয়ারি ফের জামিনের মামলার শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের।
এদিকে, চিন্ময় কৃষ্ণের সুস্থতার দাবি করে ইসকনের তরফে ২০২৫ সালের প্রথম দিনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের মন্দিরগুলিতে এই প্রার্থনার আয়োজন করা হয়েছে।