Bangladesh: ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ, বয়কট করলেই কড়া শাস্তি?
Bangladesh Cricket Board: বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে গত রাতেই বৈঠকে বসে বিসিবি। আসন্ন টি-২০ বিশ্বকাপে ইডেনে ম্য়াচ রয়েছে বিশ্বকাপের। ওয়াকিবহাল মহলে ধারনা, বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। ICC তালিকায় তলানিতে থাকা বাংলাদেশ এত বড় সিদ্ধান্ত কী নেবে?

কলকাতা: ভারতের কড়া অবস্থানে চাপে বাংলাদেশ। নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ। মুস্তাফিজুর ইস্যুতে পাল্টা স্টান্স নিচ্ছে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রক। ভারতকে পাল্টা চাপে ফেলার কৌশল ইউনুস সরকারের। নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ বাংলাদেশ ক্রীড়া মন্ত্রকের প্রধান উপদেষ্টা আসিফ নজরুলের। পুরো বিষয়টি আইসিসিকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন তিনি। বাংলাদেশের ম্যাচ যাতে ভারত থেকে সরিয়ে অন্য কোনও ভেন্যু অর্থাৎ শ্রীলঙ্কায় যাতে করা হয় সে কথা আইসিসি-কে জানাতে বলছেন তিনি। তা নিয়েই তৈরি হয়েছে চাপানউতোর।
শ্রীলঙ্কা এমনিতেই সেখানে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কোণঠাসা রয়েছে। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই সেখানে ৫০ এর বেশি মানুষ মারা গিয়েছেন। এদিকে বিশ্বকাপে বাংলাদেশের প্রাকটিস ম্যাচ বাদ দিয়ে মূল পর্বের ৪টি ম্য়াচ রয়েছে। তার মধ্যে তিনটি কলকাতায়, একটি মুম্বইতে। এখন শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে ভারত থেকে সরানো খুবই চাপের বলে মত ওয়াকিবহাল মহলের।
বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে গত রাতেই বৈঠকে বসে বিসিবি। আসন্ন টি-২০ বিশ্বকাপে ইডেনে ম্য়াচ রয়েছে বিশ্বকাপের। ওয়াকিবহাল মহলে ধারনা, বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। ICC তালিকায় তলানিতে থাকা বাংলাদেশ এত বড় সিদ্ধান্ত কী নেবে? এখন আইসিসি-তে কখন বাংলাদেশে ক্রিকেট বোর্ড কোনও চিঠি লেখে সেটাই দেখার। তবে তাতে ঠিক কী লেখা হতে চলেছে তা নিয়েই বাড়ছে চাপানউতোর। শেষ পর্যন্ত আইসিসিই বা কোনও সিদ্ধান্ত বদল করে কিনা সেদিকেও নজর থাকছে।
