Muhammad Yunus: আমি আলাদিনের দৈত্য…গোটা পৃথিবী বদলে দিতে পারি: মহম্মদ ইউনূস

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 12, 2024 | 6:02 AM

Bangladesh: ইউনূস বলেন, "বাংলাদেশের মেয়েদের অসীম ক্ষমতা। আমি সারা দুনিয়ার মেয়েদেরই বলছি, মহা শক্তিশালী তোমরা। অসীম শক্তি তোমার। বাংলাদেশের মেয়েরা এই শক্তিটা দেখিয়েছে। অন্য দেশের মেয়েরা তা পারেনি। আমাদের আরও শক্তি আছে, পৃথিবীর সামনে দৃষ্টান্ত তৈরি করতে হবে।"

Muhammad Yunus: আমি আলাদিনের দৈত্য...গোটা পৃথিবী বদলে দিতে পারি: মহম্মদ ইউনূস
মহম্মদ ইউনূস
Image Credit source: Facebook

Follow Us

ঢাকা: জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া নারীদের ইতিহাস পরিবর্তনের নায়িকা বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। তিনি বলেন, “তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গিয়েছ, সেটা ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনার নায়িকারা বাংলাদেশে যা ঘটিয়েছে, তা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না।

মঙ্গলবার ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রক ও সমাজকল্যাণ মন্ত্রকের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বলেন, “পৃথিবীতে অনেক অভ্যুত্থান হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন রকমের ছিল। কেউ তোমাদের উদ্বুদ্ধ করেনি। তোমরা নিজেরা স্বতঃফূর্তভাবে অংশ নিয়েছো। এটা তোমাদের নিজের হাতে গড়া বিপ্লব।”

“বাংলাদেশের মেয়েদের অসীম ক্ষমতা। আমি সারা দুনিয়ার মেয়েদেরই বলছি, মহা শক্তিশালী তোমরা। অসীম শক্তি তোমার। বাংলাদেশের মেয়েরা এই শক্তিটা দেখিয়েছে। অন্য দেশের মেয়েরা তা পারেনি। আমাদের আরও শক্তি আছে, পৃথিবীর সামনে দৃষ্টান্ত তৈরি করতে হবে।”

নিজেকে আলাদিনের জিনের সঙ্গে তুলনা করে ইউনূস বলেন, “আলাদিনের চিরাগ শুনেছো নিশ্চয়। তাকে ছুঁয়ে দিলেই দৈত্য আসে। বলে হুকুম করুন, কী করতে হবে। আমার সঙ্গে দৈত্যের কী সম্পর্ক? তোমাদের কাছে আলাদিনের চিরাগ আছে। তোমাদের শুধু সেই চিরাগ স্পর্শ করতে হবে। হুকুম করতে হবে। তোমাদের কাছে গোটা শহর গড়ে দেওয়ার হুকুমের সুযোগ আছে। তুমি বললে কি, আমার খিদে লেগেছে, খেতে দাও। এই ভুল যেন না হয়।”

ইউনূস আরও যোগ করে বলেন, “তোমার ইচ্ছা, তোমার শক্তি আছে, যা ইচ্ছে তাই পূরণ করতে পারো। ওই যে বললাম, আমি সারা পৃথিবী বদলে দিতে পারি। কিন্তু আমি বললাম আমি খিদে লেগেছে, খেতে দাও। তুমি বলো যে গোটা বিশ্বকে খাওয়াও, সঙ্গে আমায় খাওয়াও।”

মেয়েদের শক্তিময়ী বলেন ইউনূস। বলেন, “এই প্রজন্ম পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রজন্ম। আমরা তোমাদের কাছে চুনোপুটি। আমরা তো বুঝিও না তোমরা কীভাবে কাজ করো। তোমাদের হাতে যে প্রযুক্তি আছে, তা কারোর হাতে ছিল না। আমরা তো টেলিফোনে কথা বলার সাহসও দেখাতাম না। তোমরা এক মুহূর্তে ছবি পাঠাতে পরো। আমরা প্রাগৌতিহাসিক যুগের। আমাদের অনুসরণ করো না। তাহলে পিছিয়ে যাবে। তোমরা শক্তি পেয়ে গেছো। এবার ভাবে কীভাবে সেই শক্তি ব্যবহার করবে। নতুন বাংলাদেশ গড়তে পারো। শুধু পুরনোদের খপ্পরে পড়ো না।

Next Article