AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: লাখ লাখ টাকা খরচ করে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছেন ইউনূস! বাংলাদেশে নতুন এ কী হচ্ছে?

Bangladesh: বাংলাদেশে পালাবদলের এক বছর হতে চলল। ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য় হন শেখ হাসিনা। এরপরে তৈরি হয় মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার।

Bangladesh: লাখ লাখ টাকা খরচ করে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছেন ইউনূস! বাংলাদেশে নতুন এ কী হচ্ছে?
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Aug 04, 2025 | 7:52 AM
Share

ঢাকা: ট্রেন ভাড়া করছে ইউনূস সরকার। তাও আবার একটা-দুটো নয়,  একসঙ্গে ৮ জোড়া ট্রেন। বাংলাদেশের রাজশাহী, রংপুর,  ফরিদপুর, সিলেট থেকে লোকজন নিয়ে আসা হবে ঢাকায়। আর এর জন্য সরকারের কোষাগার থেকে খরচ হবে কম করে ৩০ লক্ষ টাকারও বেশি। কিন্তু হঠাৎ ট্রেন ভাড়া করার দরকারই বা পড়ল কেন?

বাংলাদেশে পালাবদলের এক বছর হতে চলল। ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য় হন শেখ হাসিনা। এরপরে তৈরি হয় মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারই এখনও দেশ চালাচ্ছে। এদিকে, গত বছরের জুলাই আন্দোলনকে মনে রাখতেই বাংলাদেশে তৈরি করা হয়েছে জুলাই সনদপত্র বা ঘোষণাপত্র। আগামিকাল, ৫ অগস্ট তা ঢাকার জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। পাঠ করা হবে। সেই জন্য চলছে তোড়জোড়। আর এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-যুবদের আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে অন্তর্বর্ত সরকার।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল বা দুপুরের মধ্যে ১৬টি ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-যুবদের আনা হবে ঢাকায়। রাজশাহী, রংপুর,  ফরিদপুর, সিলেট, নারায়ণগঞ্জ সহ একাধিক জায়গা থেকে ট্রেনগুলি আসবে। অনুষ্ঠান শেষে তাদের আবার গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

জানা গিয়েছে, এই ট্রেন ভাড়া করতে খরচ পড়বে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা। এই টাকা মেটানো হবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রক থেকে। রবিবারই জুলাই গণ-অভ্যুত্থান দফতর চিঠি দিয়ে জানায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রককে।

প্রসঙ্গত, আগে আওয়ামী লিগ সরকার তাদের বিভিন্ন কর্মসূচিতে এভাবে ট্রেন ভাড়া করে লোকজন আনত। আওয়ামী  লিগ সরকার পতনের পর জামায়াতে ইসলামী ও বিএনপি ট্রেন ভাড়া করে লোক আনে।