মুখোশটা খুলেই গেল ইউনূসের, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অনুরোধ, ‘একাত্তরের কথা ভুলে যান’

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 20, 2024 | 11:35 AM

Pakistan-Bangladesh Relation: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, "আমাদের ভাই, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত করা নিয়ে আশাবাদী আমরা"। সঙ্গে সঙ্গে ইউনূসও বলেন, "এটা আমাদের টপ প্রায়োরিটি"।

মুখোশটা খুলেই গেল ইউনূসের, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অনুরোধ, একাত্তরের কথা ভুলে যান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মহম্মদ ইউনূস।
Image Credit source: X

Follow Us

ঢাকা: ইতিহাস ভোলাতে চাইছেন ইউনূস। ভারতের সাহায্য নিয়ে ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ। ভারতের সেই অবদান এখন মানতে চাইছে না বাংলাদেশ। অন্যদিকে, ৭১-র তিক্ততা ভুলে যাক পাকিস্তান, এমনটাই অনুরোধ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের। বৃহস্পতিবার মিশরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করে এই অনুরোধ জানিয়েছেন ইউনূস, এমনটাই সূত্রের খবর।

ডি-৮ সামিটে যোগ দিতে মিশরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করেন। বৈঠকে মহম্মদ ইউনূস পাক প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান যে ১৯৭১-র দুই দেশের সম্পর্কের মোড় ও তিক্ততা ভুলে যান। ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে আগ্রহী ঢাকা।

মহম্মদ ইউনূস বলেন, “আগামী প্রজন্মের জন্য একবারে সমস্ত সমস্যার সমাধান করা উচিত”। সার্ক পুনরুজ্জীবিত করা থেকে শুরু করে বাণিজ্য, শিল্পক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার আগ্রহ দেখান ইউনূস। পাক প্রধানমন্ত্রীও ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক মজবুত করার বার্তা দেন।

চিনি শিল্প নিয়েও নতুন বাণিজ্য শুরু করতে চায় দুই দেশ। জানা গিয়েছে, পাক প্রধানমন্ত্রী বাংলাদেশের চিনির মিলগুলি পরিচালনায় প্রযুক্তিগত সাহায্যের প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশে ডেঙ্গির প্রকোপ ও তার জেরে মৃত্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শরিফ। তিনি বলেন, “এক দশক আগে আমরা পঞ্জাব প্রদেশে যেভাবে ডেঙ্গির বিরুদ্ধে লড়েছিলাম, তা গোটা বিশ্বে প্রশংসিত হয়েছিল। আমরা সেই অভিজ্ঞতা ভাগ করার জন্য বাংলাদেশে প্রতিনিধি পাঠাতে পারি।”

জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “আমাদের ভাই, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত করা নিয়ে আশাবাদী আমরা”। সঙ্গে সঙ্গে ইউনূসও বলেন, “এটা আমাদের টপ প্রায়োরিটি”। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে সুবিধামতো পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

Next Article