Bangladesh protest: ‘আগে সরকারের রূপরেখা দিব, অন্য কোনও সরকার মানব না’

Aug 06, 2024 | 12:16 AM

Bangladesh protest: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক, নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই বাংলাদেশে এক অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দেবেন তাঁরা। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সমর্থিত বা প্রস্তাবিত কোনও সরকার ছাড়া আর কোনও সরকারকে তাঁরা সমর্থন করবেন না।

Bangladesh protest: আগে সরকারের রূপরেখা দিব, অন্য কোনও সরকার মানব না
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
Image Credit source: Twitter

Follow Us

ঢাকা: ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেনাপ্রধান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠন করবে সেনা। তবে, সেই সরকার কারা থাকবে, কে হবেন সেই সরকারের প্রধান, তার কিছুই ঠিক হল না সোমবার (৫ জুলাই) রাত পর্যন্ত। এই অবস্থায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক, নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই বাংলাদেশে এক অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দেবেন তাঁরা। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সমর্থিত বা প্রস্তাবিত কোনও সরকার ছাড়া আর কোনও সরকারকে তাঁরা সমর্থন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে এই ছাত্র সংগঠন।

সোমবার রাতে নাহিদ ইসলাম বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেখানে অভ্যুত্থানকারীদের অংশ থাকবে এবং নাগরিক সমাজ-সহ সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেই সরকারে কারা থাকবে তাদের নাম প্রকাশ করব।” তিনি আরও জানান, আন্দোলনকারী ছাত্র-নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোনও ধরনের সরকারকে তাঁরা সমর্থন না করবেন না। তা, সেনা সমর্থিত সরকারই হোক কিংবা জরুরি অবস্থার ঘোষণা করে রাষ্ট্রপতি শাসিত সরকার হোক। তিনি বলেন, “এই ধরনের কোনও সরকারকে বিপ্লবী ছাত্র-জনতা গ্রহণ করবে না।”

এদিকে, এই আন্দোলনের অন্যতম মুখ তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, আসিফ নজরুল জানিয়েছেন, নাহিদ, সারজিস, আসিফদের মতো ছাত্রনেতারাই আগামী দিনে সংসদে বসবেন। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “কোটা সংস্কার আন্দোলনের সকল নেতার প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তাদের সঙ্গে সকল বিষয়ে কথা বলে, সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের মতামতকেই সকল বিষয়ে প্রাধান্য দেওয়া হবে।” তিনি আরও জানান, “আমরা আর কদিন? আজকের নাহিদ, সারজিস, আসিফরাই তো কাল সংসদে বসবে। ওরাই তো দেশটা চালাবে।”

তবে, এখনও বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চলছে, তা বন্ধ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ বাংলাদেশের মানুষের সম্পদ। মনের মতো সরকার গঠন হলে, সেই সম্পত্তি সাধারণ মানুষই ব্যবহার করবে। এছাড়া পুলিশকর্মীদের উপর আক্রমণেরও নিন্দা করেন তিনি। তিনি জানান, পুলিশকর্মীদের মধ্যে কেউ কেউ বাড়াবাড়ি করেছে ঠিকই, আবার তাদের মধ্যে অনেকেই এই আন্দোলনকে সমর্থন করেছে। আন্দোলনকারীদের সাহায্য করেছে। তাই পুলিশকর্মীদের উপর আক্রমণ বন্ধ করারও ডাক দেন তিনি। ছাত্রছাত্রীদের তিনি আশ্বাস দেন, দোষী পুলিশকর্মীদের সকলকে শাস্তি দেওয়া হবে। তারা বাইরে চলে গেলেও, তাদের বিচারের আওতায় আনা হবে। এই বিষয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তাদের কথা হয়েছে বলে জানান অধ্যাপক আসিফ নজরুল।

Next Article