ভালোবাসার সম্পর্ক কখনও জোর করে হয় না। বিয়ের মতো সম্পর্কে উভয়ের ইচ্ছা এবং মতামত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের কুষ্টিয়াতে এক আজব কাণ্ড করেছে। অনেক সময়ই সংবাদপত্রের শিরোনামে আসে যে দুষ্কৃতীরা জোর করে বিয়ে করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের এই ঘটনায় সব রকমের সীমা অতিক্রম করেছে দুষ্কৃতীরা। কুষ্টিয়ার কুমারখালীতে মা’কে দড়ি দিয়ে বেঁধে রেখে, মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে বলপূর্বক বিয়ে করার অভিযোগ উঠেছে তিতাস নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। তিতাসের পাশাপাশি তার বেশ কয়েকজন সাগরেদ মারাত্মক ঘটনায় যুক্ত।
পুলিশ সূত্রে খবর মেয়ের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোর করে বিয়ে করার ঘটনায় ইতিমধ্যেই একজন অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। তবে মূল অভিযুক্ত তিতাস এখনও পলাতক। মঙ্গলবার ৩১ মে এই ঘটনাটি ঘটেছে। কুমারখালী থানার ওসি কামারুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিগৃহীত তরুণীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফারুক নামে একজনকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত এবং এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ, এমনটাই জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুমারখালীর পান্টি বাজার এলাকায় বসবাসকারী ওই তরুণীর সঙ্গে এই ঘটনা ঘটে। ৩১ মে, মঙ্গলবার রাতে তিতাস নামের ওই দুষ্কৃতী তরুণীর মাকে দড়ি দিয়ে বেঁধে রেখে বন্দুক দেখিয়ে জোর করে বিয়ে করে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক বরিশাল জেলার বাসিন্দা। নিগৃহীতা তরুণী ও তাঁর মা কোনভাবেই এই বিয়ে মেনে নিতে রাজি ছিলেন না। জানা গিয়েছে, স্থানীয় কিছু দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সন্ধ্যা বেলা আগ্নেয়াস্ত্রসহ ওই তরুণীর বাড়িতে প্রবেশ করে তিতাস। সেখানে তরুণীর মাকে তাঁরা বলে, ‘তোর মেয়েকে তিতাসের সঙ্গে বিয়ে না দিলে খুন করে ফেলব’। নিগৃহীতা তরুণী জানিয়েছেন, “বেশ কয়েক বছর ধরেই তিতাস আমাকে উত্যক্ত করছিল। আমাকে অসংখ্যবার বিয়ের কথা বলেছে, কিন্তু আমি রাজি ছিলাম না। পরে দুষ্কৃতীদের নিয়ে আমার বাড়িতে ঢুকে জোর করে বিয়ে করে। বন্দুক দেখে ভয় পেয়ে আমি সই করে দিতে বাধ্য হই। এই বিয়ে আমি মানি না।”