নারায়ণগঞ্জ: বাংলাদেশে (Bangladesh) ফের লঞ্চডুবি। নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় শীতলাক্ষ্য নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় একটি লঞ্চ। সেই লঞ্চডুবির ঘটনায় মোট ২৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে তল্লাশি চালায় উদ্ধারকারী দল। সেই তল্লাশিতেই ২৬ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে সে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত।
লঞ্চডুবির এই ঘটনায় সোমবার উদ্ধার হয়েছে ৫ জনের দেহ, বাকি ২১ জনের দেহ গতকাল গভীর রাতেই উদ্ধার হয়েছিল। এখনও ৭ জন নিখোঁজ। উপজেলার প্রশাসনিক আধিকরদের কাছ থেকে এমনটাই জানা গিয়েছে। যাত্রীবাহী লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে যাচ্ছিল, তখনই নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্য সেতুর কাছে কার্গো জাহাজে ধাক্কা খায় লঞ্চটি।
এই লঞ্চডুবির ঘটনায় ইতিমধ্যেই ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির প্রধান হয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের পরিচালক রফিকুল ইসলাম। আগামী ৫ দিনের মধ্যে তাঁরা এই ঘটনার রিপোর্ট জমা করবেন। সোমবার সকাল থেকেই নদীর পূর্বপাড়ে যেখানে লঞ্চডুবি হয়েছিল, সেখানে স্বজনদের খোঁজে এসেছিলেন হাজারো।
আরও পড়ুন: ‘বাড়ি সিল করতে গিয়ে দেখা গেল, করোনা আক্রান্ত ধান কাটতে গিয়েছেন’