Bangladesh News: বহুতল নির্মাণের সময় ক্রেনের হুক ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ শ্রমিক
Accident: ক্রেন দিয়ে মিক্সার মেশিন ছাদে তোলা হচ্ছিল। সেই সময় আচমকা ক্রেনের হুক ছিঁড়ে মিক্সার মেশিন সহ সেই মেশিনে থাকা সামগ্রী শ্রমিকদের উপর পড়ে।
ঢাকা: বহুতল নির্মাণের কাজ চলছিল। ক্রেন দিয়ে মিক্সার মেশিন ছাদে তোলা হচ্ছিল। সলেই সময়ই ক্রেনের হুক ছিঁড়ে নীচে পড়ে যায় মেশিনটি। নীচে কর্মরত শ্রমিকদের উপর পড়ে মেশিনটি। একেবারে পিষ্ট হয়ে যান ৫ শ্রমিক। শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল রাজধানী ঢাকার (Dhaka) ডেমরায়। সেই ঘটনায় দুর্ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছিল। রাতে আরও ১ জনের মৃত্যু হল। ফলে ডেমরায় নির্মাণাধীন ভবনে ক্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। গুরুতর আহত একজন এখনও স্থানীয় হাসপাতালে ভর্তি।
পুলিশ জানায়, ডেমরায় নির্মাণাধীন ভবনে ক্রেন দুর্ঘটনায় মৃত তিনজনের নাম হল, জাফর, মিজান ও মোস্তফা। আরেকজনের পরিচয় জানা যায়নি। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের ওয়ারি বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাসুদুর রহমান মনির।
ক্রেন দুর্ঘটনা সম্পর্কে ডেমরার এডিসি জানান, ডেমরার নয়পাড়া নূর মসজিদ এলাকায় একটি ৭ তলা বাড়ি নির্মাণের কাজ চলছিল। এদিন দুপুর ২টো নাগাদ ঢালাই কাজের জন্য ক্রেন দিয়ে মিক্সার মেশিন ছাদে তোলা হচ্ছিল। সেই সময় আচমকা ক্রেনের হুক ছিঁড়ে মিক্সার মেশিন সহ সেই মেশিনে থাকা সামগ্রী শ্রমিকদের উপর পড়ে। ঘটনাস্থলেই ৩ শ্রমিকের মৃত্যু হয়। তারপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত পোদ্দার জানান, ক্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর নাম পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য় মেলেনি। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।