Bangladesh News: অসুস্থ বাবাকে দেখতে যাচ্ছিল ছেলে, এমন পরিণতি হবে ভাবতে পারেনি কেউ…
Bangladesh News: জানা গিয়েছে, অনিক রায়েরবাজারে থাকতেন। তিনি একটি সাইকেলের গ্যারেজে কাজ করতেন। অনিকের বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাঁর অসুস্থ বাবা গাজিপুরে থাকতেন।
ঢাকা: দুর্ঘটনা বলে কয়ে আসে না। যে কোনও মুহূর্তে যে কারোর জীবনে নেমে আসতে পারে অন্ধকার। কিন্তু অসুস্থ বাবাকে দেখতে গিয়ে এমন ঘটনা ঘটবে, তা হয়ত অনেকেই কল্পনা করতে পারছেন না। অসুস্থ বাবাকে দেখতে গিয়ে হারিয়ে গেল এক তরতাজা প্রাণ। বৃহস্পতিবার ভোর বেলা বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকাতে (Dhaka) মহম্মদ অনিক নামরে এক যুবকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। অনিকের সঙ্গে তাঁর পিসি হানিফ বেগম ও মহম্মদ এনামুল নামের আরও এক আত্মীয় মারা গিয়েছেন। উত্তরা পশ্চিম থানার পুলিশ এই ঘটনার কথা জানিয়েছে। পুলিশ ও হাসাপাতাল সূত্রে জানা গিয়েছে, একটি মোটর বাইকে করে তিন জন যাচ্ছিলেন। আজমপুরে আমির কমপ্লেক্সের কাছে একটি ভ্যানের সঙ্গে ওই মোটর বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দু’জন মারা গিয়েছেন। গুরুতর আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (Dhaka Medical College Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
জানা গিয়েছে, অনিক রায়েরবাজারে থাকতেন। তিনি একটি সাইকেলের গ্যারেজে কাজ করতেন। অনিকের বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাঁর অসুস্থ বাবা গাজিপুরে থাকতেন। অনিক আজ দুই আত্মীয় সমেত গাজিপুরে যাচ্ছিলেন নিজের বাবাকে দেখতে। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর অনিকের বয়স মাত্র ১৮ বছর। তবে দুর্ঘটনার সময় মোটর বাইকটি কে চালাচ্ছিলেন তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে এবং যে ভ্যানটির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়েছে, সেই ভ্যান চালকের খোঁজ চলছে।
আরও পড়ুন Bangladesh News: দুই ছোট্ট ছেলেকে গাছের সঙ্গে বেঁধে বেদম মার! তাদের বিরুদ্ধে অভিযোগ কী ছিল?
আরও পড়ুন Shehbaz Sharif : ‘ইমরানের আমলে সব অর্থনৈতিক ক্ষেত্র থমকে গিয়েছে,’ শাহবাজ়ের নজরে ‘পাকিস্তান স্পিড’
আরও পড়ুন Imran Khan: ‘এবার আমি ভয়ঙ্কর হয়ে উঠব’, প্রকাশ্য জনসভা থেকে কাদের নিশানা করলেন ইমরান?