ঢাকা: বেশ কিছুদিন ধরেই নানা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠছে। শাসক আওয়ামী লীগের পরিচালিত সরকার যে বারবার স্বৈরতান্ত্রিক সরকার বলে কটাক্ষ করেছে বিএনপি নেতৃত্ব। খালেদা জিয়া দলের পক্ষ থেকে অভিযোগ ছিল যে দেশে কোনও গণতন্ত্র নেই, এবং এখানে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে বিএনপির শীর্ষ নেতার মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হল।
খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ২০২২ সালে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। শনিবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব। সেখানে তিনি বলেন, ” ইংরেজি নতুন বর্ষের আমি দলের সভানেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশ বাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করছি এই নতুন বছরে দেশের জনগণ পুনরায় মুক্তি ফিরে পাবে, দেশের গণতন্ত্র স্বাধীন হবে এবং খালেদা জিয়া মুক্তি পাবেন। আমরা আশা করছি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হব।”
শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কে সঙ্গে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। ১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি, ইতিমধ্যে হাতিয়ার করে জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেছিলেন জিয়াউর রহমান। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
আরও একবার খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। ” খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ছাত্রদল জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে শপথ নিয়েছে দেশনেত্রীর মুক্তি ও সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য আন্দোলনকে আরও জোরদার করা হবে।” বলেন মির্জা ফখরুল। রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্যই খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।