বাংলাদেশে ডেঙ্গিতে মৃত্যু ৭০০ ছাড়াল, ১০ হাজারের বেশি আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন

এই বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে গোটা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ঢাকায় ৬৫ হাজার ১৪ জন এবং রাজধানী বাইরে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৫৭৩ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ১৫১ জন রোগী।

বাংলাদেশে ডেঙ্গিতে মৃত্যু ৭০০ ছাড়াল, ১০ হাজারের বেশি আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন
বাংলাদেশে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 5:17 PM

ঢাকা: নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও বাংলাদেশের ডেঙ্গি পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে সে দেশের প্রশাসনের কপালে। এ চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে শুক্রবার ১৫ জন এবং শনিবার আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১-এ। বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। ওই রিপোর্টে জানানো হয়েছে, গত এক দিনে ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রায় ২ হাজার জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালেই এক দিনে ভর্তি হয়েছেন প্রায় ১ হাজার জন। আর রাজধানীর বাইরের নানা হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩৪ জন রোগী। এখন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট প্রায় ১০ হাজার ডেঙ্গি রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে রাজধানীর নানা হাসপাতালে ৪ হাজার ২৬৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৬৫ জন ভর্তি রয়েছেন।

সরকারী এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে গোটা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ঢাকায় ৬৫ হাজার ১৪ জন এবং রাজধানী বাইরে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৫৭৩ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ১৫১ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৬০ হাজার ২৪১ জন এবং দেশের অন্যান্য প্রান্তে ৭১ হাজার ৯১০ জন সুস্থ হয়ে উঠেছেন।

বাংলাদেশে গত দুই দশক ধরে ডেঙ্গির প্রভাব বেড়েছে। কিন্তু প্রতি বছর নিয়ন্ত্রণে থাকে এই রোগ। কিন্তু এবার বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। প্রতিদিনিই বহু মানুষ আক্রান্ত হচ্ছেন এই রোগে। মূলত রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রামেই এই রোগের প্রাদুর্ভাব বেশি। অথ্যাৎ আক্রান্তের প্রায় ৮০ থেকে ৯০ ভাগই এ দুটি জেলায়। তবে ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে ডেঙ্গি মশা এবং ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা নেই বললেই চলে। মূলত ঘন জনবসতি এলাকায় এই রোগের প্রভাব বেশি দেখা যাচ্ছে।