ঢাকা: করোনা (COVID 19) আবহে সারা বিশ্বে বেহাল হয়েছে অর্থনৈতিক পরিকাঠামো। ফলস্বরূপ কমেছে ব্যবসা, উৎপাদন। তারই প্রত্য়ক্ষ প্রভাব পড়েছে বাংলাদেশের বিদেশি বিনিয়োগে। লাগাতার ২ বছর ধরে বাংলাদেশে কমছে বিদেশি বিনিয়োগ। ২০২০ সালে মোট এফডিআই এসেছে স্রেফ ২৬০ কোটি ডলার। যা ১১ শতাংশ কম।
রাষ্ট্রসঙ্ঘের বানিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা জানিয়েছে, পোশাক তৈরির খাতে এফডিআইয়ের যথেষ্ট প্রভাব পড়েছে। হাসিনা প্রশাসন বিনিয়োগে বাধা কমানোর যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু করোনা মহামারিই এফডিআই কমার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব গুত্তারেশ জানান, এই মহামারিতে সবচেয়ে বিপর্যয়ের মুখে পড়েছে উন্নয়নশীল দেশগুলি।
২০১৯ সালে বাংলাদেশে এফডিআই এসেছিল ২৮৭ কোটি ৪০ লক্ষ ডলার। ২০১৮ সালে এর পরিমাণ ছিল ৩৬১ কোটি ৩০ লক্ষ ডলার। তবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমলেও এশিয়ার অন্যান্য দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে। এর কারণ হিসেবে রাষ্ট্রসঙ্ঘের ব্যবসা বাণিজ্য বিষয়ক সংস্থা জানিয়েছে, গত বছর বাংলাদেশের হাতে প্রধান রফতানির জন্য যে ৩০০ কোটি ডলারের বরাত এসেছিল, তা ছিল পোশাকে। আর বরাত দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। সেই বরাত বাতিল হওয়ায় বিদেশি বিনিয়োগে যথেষ্ট প্রভাব পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ।
আরও পড়ুন: ইমরান বলেছিলেন লাদেন ‘শহিদ’, একই প্রশ্নে পাক বিদেশমন্ত্রীর মুখে ‘হ-য-ব-র-ল’