৬ তলায় ভর্তি দাহ্য পদার্থ, হু হু করে ছড়িয়ে পড়ছিল আগুন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 21, 2021 | 2:49 PM

ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ১৫ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

৬ তলায় ভর্তি দাহ্য পদার্থ, হু হু করে ছড়িয়ে পড়ছিল আগুন
বনানীতে ভয়াবহ আগুন

Follow Us

ঢাকা: চারপাশে ঢেকে গিয়েছিল ধোঁয়ায়। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ১৫টি ইউনিট। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। আজ সকালে আগুন লাগে রাজধানী ঢাকার বনানীতে। একটি বহুতলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনে এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। সেখানে রাসায়নিক জাতীয় প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন। প্রচণ্ড ধোঁয়ার কারণে দমকলকর্মীদের আগুন নেভাতে যেতে বেশ সমস্যা হয়।

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার ছ’তলা ভবনে আগুন লাগে। এই ঘটনায় দমকলের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। বহুতলের ভিতরে কেউ আটকে আছে কি না জানা যায়নি।

দমকলের এক আধকারিক জানিয়েছেন, রাস্তার পাশে ভবনটি অবস্থিত হলেও জলের উৎস কাছাকাছি না থাকায় আগুন নেভাতে সমস্যা হয়। তৃতীয় তলার তিনটি জানালা দিয়ে ভিতরে জল দিতে হয়েছে। তিন তলায় রয়েছে এমিকন কোম্পানির গুদাম। ওই গুদামে সলিউশন, কাঠ, বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরির সরঞ্জামসহ দাহ্য পদার্থ ছিল বলে জানিয়েছেন তিনি।

বনানী থানার ওসি জানিয়েছেন, ‘আগুনে কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার পর আশপাশের ভবনের সবাই রাস্তায় নেমে যায়। আগুন লাগার কারণে বহুতলের সামনে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।

কিছুদিন আগেই ভয়া্বহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাংলাদেশের নারায়ণগঞ্জে। ৫০ জনেরও বেশি মৃত্যু হয় সেই আগুনে। একটি কারখানায় আগুন লাগে। এই কারখানায় মূলত জুস ও সফট ড্রিংক তৈরি হত বলে জানা গিয়েছে। আরও পড়ুন: ডেঙ্গু নিয়ে একদিনে রেকর্ড সংখ্যক শিশু ভর্তি হাসপাতালে, ২০১৯’র পর ফের বাংলাদেশে মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত

Next Article