ঢাকা: এখনও করোনা ভাইরাস পুরোপুরি চলে যায়নি। বাংলাদেশে এই মুহূর্তে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। সে দেশে সংক্রমণের গ্রাফ উপরের দিকে। এই অবস্থায় ভারতে ফ্লাইট চালুর কথা উঠলেও এ ব্যাপারে এখনও কোনও এয়ারলাইন্সকে অনুমতি দেওয়া হয়নি। করোনা মহামারীর মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় এই ফ্লাইটগুলি চালানোর কথা ছিল। কিন্তু তা সম্পূর্ণ হয়নি। ফলে কবে থেকে ফের ভারত এবং বাংলাদেশের মধ্যে বিমান চলাচল করবে তা নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেল।
বাংলাদেশের অসামরিক বিমান কর্তৃপক্ষ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, ‘বাংলাদেশ থেকে ফ্লাইট চালুর ব্যাপারে ভারত এরই মধ্যে আগ্রহ প্রকাশ করে আমাদের চিঠি দিয়েছে। আগ্রহ প্রকাশ করে করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চালানোর ক্ষেত্রে বেশ কিছু শর্তের কথা জানানো হয়েছিল। কিন্তু ভারতের তরফে এখনও বিমান চলাচলের মতো কোনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি।’ তাঁর মতে, শর্ত মেনে নিয়ে দুই দেশ সার্বিক বিষয়ে একমত হলে সেই সময় থেকে বাংলাদেশ থেকে ভারতে বিমান চালানো যাবে।
স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই আধিকারিক জানিয়েছেন, দেশের কোনও এয়ারলাইন্সকে ভারতে বিমান চালানোর জন্যে অনুমতি দেওয়া হয়নি। এমনকি ফ্লাইট চালু কবে হচ্ছে সেটাও জানায়নি। তবে এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে, তারা যেন ভারতে ফ্লাইট চালানোর ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে রাখে। যে এয়ারলাইন্স অনুমতি পাওয়ার আগেই ফ্লাইট সিডিউল ঘোষণা করেছে, তারা ঠিক করেনি বলেও সাফ জানিয়ে দিয়েছেন ওই আধিকারিক।
উল্লেখ্য, প্রায় চার মাস উড়ান চলাচল বন্ধ থাকার পর আজ, ২২ অগস্ট থেকে পুনরায় চালু হওয়ার কথা ছিল দিল্লি-ঢাকা আন্তর্জাতিক বিমান পরিষেবা। কলকাতা থেকেও ঢাকাগামী বিমান পরিষেবা চালু হচ্ছে বলেও জানানো হয়েছিল। গত সপ্তাহেই বাংলাদেশের অসামরিক উড়ান মন্ত্রকের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতের সঙ্গে বিমান চলাচল যেন ফের একবার শুরু করা হয়। ঢাকা ও চট্টগ্রাম থেকে দিল্লি ও কলকাতা সংযোগকারী বিমান চালানো সম্ভব কিনা, সে বিষয়েও কেন্দ্রীয় উড়ানমন্ত্রকের সঙ্গে কথা বলে বাংলাদেশের প্রতিনিধিরা। আরও পড়ুন: প্রবল ভিড়ের চাপ, বিমানবন্দরে যাওয়ার পথে মৃত ৭