নাটোর: ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়েই নাটোরে মাছ ধরার উৎসব। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আত্রাই নদের বিস্তীর্ণ পাড় ধরে চলল মাছ ধরার উৎসব। আত্রাই নদের কালকান্দর মহাশ্মশান থেকে চাঁচকৈড় ত্রি-মোহনা পর্যন্ত এই উৎসব হয়। যে উৎসবে সামিল হয়েছিলেন উপজেলার বিভিন্ন গ্রামের জেলেরা। মাছ ধরার সময়ে দুই পাড়েই জনসমাগম ছিল চোখে পড়ার মতো।
গ্রামীণ ঐতিহ্য বজায় রাখতেই পলো উৎসব হয় প্রতি বছর। এই পলো উৎসবে একাধিক নেতা থাকেন। তাঁদের নেতৃত্বেই ধুমধাম করে পালিত হয় পলো। প্রতিবছর খাল , বিল ও নদের জল কোমর পর্যন্ত হলে শুরু হয় পলো উৎসব। মূলত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন খাল, নদী ও জলাশয়ে এই উৎসব পালিত হয়।
গত বছরের তুলনায় এ বছর আত্রাই নদে জল বেড়েছে। বেড়েছে মাছও। তবে জল বেশি থাকায় বেশি মাছ ধরা পড়েনি জেলেদের পলোয়। উৎসবে সামিল হতে এসে কাছিকাটা গ্রামের এক ব্যক্তি জানান, পলো দিয়ে মাছ ধরার একটা অন্য অনুভূতি আছে। কলেজ বন্ধ তাই বড়দের সঙ্গে মাছ ধরতে হাজির পড়ুয়ারাও। তাদের কথা অনুযায়ী, ঐতিহ্যের এই উৎসব এখন রীতিতে পরিণত হয়েছে।
আরও পড়ুন: ‘মোদী আসবেন, এটাই তো আনন্দের’, খুশিতে ডগমগ বাংলাদেশ