‘মোদী আসবেন, এটাই তো আনন্দের’, খুশিতে ডগমগ বাংলাদেশ
নরেন্দ্র মোদী (Narendra Modi) বারবার জানিয়েছেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির ভিত্তিই হল বাংলাদেশ (Bangladesh)।
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২৬ মার্চ দু’দিনের বাংলাদেশ সফর মোদীর। আর সেই নিয়ে সে দেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন জানান, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী। তাঁর নেতা আসছেন এটাই তো আনন্দে।
শনিবার সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে আবদুল মোমেন বলেন, “পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের নেতা আসছেন এটাই তো উৎসবের বিষয়।” সে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে কোনও কথা হবে না। এরপরই প্রশ্নের মুখে পড়তে হয় বাংলাদেশের বিদেশমন্ত্রী আবদুল মোমেনকে। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, “মোদীর বাংলাদেশ সফরে কি তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে?” সেই প্রশ্নের উত্তরে আবদুল মোমেন বলেন, “তিস্তা চুক্তি তো ১০ বছর আগেই সই হয়ে গিয়েছে। বাস্তবায়ন হয়নি। তাঁর আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠান।”
পাশাপাশি তিনি এ-ও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ইস্যু তুলে ধরবেন, কিন্তু তা কতটা বাস্তবায়িত হবে, তা দেখার। প্রসঙ্গত, নরেন্দ্র মোদী বারবার জানিয়েছেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির ভিত্তিই হল বাংলাদেশ। তাই ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে টিকা বণ্টন কিংবা অন্য কোনও ক্ষেত্রে বারাবার প্রতিবেশী দেশগুলির মাধ্যমে অগ্রাধিকার পায় বাংলাদেশ।
আরও পড়ুন: ‘ধর্মীয় চরপন্থার নিদর্শন বোরখা ও মাদ্রাসা ব্যান হওয়া উচিত’, মত মন্ত্রীর