Omicron in Bangladesh: ওমিক্রন আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব! পদ্মাপারেও ছড়াচ্ছে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট

Omicron in Bangladesh: বাংলাদেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল চার। এর আগে জিম্বাবোয়ে ফেরত দুই মহিলা ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হন।

Omicron in Bangladesh: ওমিক্রন আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব! পদ্মাপারেও ছড়াচ্ছে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট
ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ল দেশে (ছবি- পিটিআই)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2021 | 10:34 PM

ঢাকা: গোটা বিশ্বেই ক্রমশ ছড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বিশেষ করে কয়েকটি দেশে যেভাবে ওমিক্রন ছড়াচ্ছে তাতে কার্যত ঘুম উবে গিয়েছে গবেষকদের। ভারতেও কার্যত ছবিটা এক। শুধু ভারত নয়, প্রতিবেশী বাংলাদেশকে ঘিরেই বাড়ছে আতঙ্ক। কারণ সে দেশেও ইতিমধ্যে ছোবল মেরেছে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট। বাড়ছে সংক্রমণ।

আজ মঙ্গলবার নতুন করে বাংলাদেশে দুজনের শরীরে ওমিক্রনের খোঁজ পাওয়া গিয়েছে। ফলে বাংলাদেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল চার। সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এর আগে জিম্বাবোয়ে ফেরত দুই মহিলা ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হন। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) নতুন দুজন রোগীর খবর জানিয়েছে।

আজ মঙ্গলবার নতুন যে দুই ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে তাঁদের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ। এমনটাই জানা যাচ্ছে। জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, আক্রান্ত দু’জনের মধ্যে একজনের নমুনার জিনোম সিকোয়েন্স করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি)। সোমবার ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) আরেকজনের নমুনার জিনোম সিকোয়েন্স জিআইএসএআইডিতে আপলোড হয়।

সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআরের দায়িত্বে থাকা এক গবেষক জানিয়েছেন, “যে দুজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে, তারা দুজনই সম্প্রতি বিদেশ ভ্রমণ করেছিলেন। তাদের বাড়ি ঢাকায়।” স্থানীয় সংবাদমাধ্যমকে ওই গবেষক আরও বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত বিদেশ ফেরত হলে আমরা জিনোম সিকোয়েন্সিং করি। এগুলো সে ধরনেরই নমুনা। তারা করোনা আক্রান্ত হওয়ার নমুনা নিয়ে সিকোয়েন্স করা হয়েছিল। একটা সিকোয়েন্সিং করেছে আইসিডিডিআরবি আরেকটা আইদেশি করেছিল। আমরা জিনোম সিকোয়েন্সিং পেলে জিআইএসএআইডিতে আপলোড করে দিচ্ছি।”

বাংলাদেশে গত বছরের মার্চে প্রথম কোভিড রোগী ধরা পড়ার পর এখনও পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জন। এর মধ্যে করোনাতে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬২ জনের। তবে বাংলাদেশের বুকেই ওমিক্রনের সন্ধান পাওয়ার পরেই সাধারণ মানুষকে সাবধান থাকার কথা বলা হয়েছে। বিশেষ করে বর্ষবরণে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি সবাই মাস্ক পরার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন : Covid Update: পুরভোট, বড়দিন, বছর শেষের উন্মাদনা! কলকাতায় করোনা আক্রান্ত ৩০০ পার, রাজ্যে ৭৫২