Bangladesh News: চোরাগলি দিয়ে ক্ষমতায় আসতে চাইছে বিএনপি, অভিযোগ হাসিনা সরকারের মন্ত্রীর

Bangladesh News: হাসান মেহমুদ বলেন, "বিএনপির শীর্ষনেতাদের জনগণের প্রতি কোনও আস্থা বা বিশ্বাস নেই। তাই অকারণে নির্বাচন নিয়ে তারা অবান্তর কথা বলছেন।

Bangladesh News: চোরাগলি দিয়ে ক্ষমতায় আসতে চাইছে বিএনপি, অভিযোগ হাসিনা সরকারের মন্ত্রীর
ছবি: সংবাদ সংস্থা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 8:14 PM

ঢাকা: বাংলাদেশের শাসক আওয়ামী লিগ ও বিরোধী বিএনপির মধ্যে রাজনৈতিক চাপান উতর ক্রমেই বাড়ছে। বিগত কিছুদিন ধরেই হবিগঞ্জে বিএনপির সভায় পুলিশের গুলি চালানা নিয়ে সরকারকে দোষারোপ করছিল বিএনপি। পাল্টা জবাব আসছিল সরকার পক্ষের তরফেও। আজ আরও একবার খালেদা জিয়ার বিএনপিকে আক্রমণ করলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মেহমুদ।

মঙ্গলবার, নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন শাসকদল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, দেশের ক্ষমতায় আসতে চোরাগলির পথ খুঁজছে বিএনপি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে জনগণের ক্ষমতায় বিশ্বাসী নয় বিএনপি, তাই নির্বাচনে লড়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশগ্রহণে তাঁরা আগ্রহী নয়। ২০১৪ সালে তাই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, ২০১৮ সালে নির্বাচন থেকেও তারা সরে যেতে চেয়েছিল। অনেক নাটকের পর শেষমেশ নির্বাচনে অংশ নিলেও লাভ হয়নি। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লিগ জনগণের রায়ে বিশ্বাসী বলেও দাবি করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। তিনি বলেন, ইতিহাস বলছে, আওয়ামী লিগ বারবার জনতার রায়কে সম্মান দিয়েছে, জনগণের রায় ছাড়া আওয়ামী লিগ কখনই ক্ষমতায় যায়নি। কিন্তু চোরাপথে ক্ষমতায় যাওয়ার উদাহরণ রয়েছে বিএনপির।

হাসান মেহমুদ বলেন, “বিএনপির শীর্ষনেতাদের জনগণের প্রতি কোনও আস্থা বা বিশ্বাস নেই। তাই অকারণে নির্বাচন নিয়ে তারা অবান্তর কথা বলছেন। জনগণের থেকে তারা যে অনেক দূরে সরে গিয়েছে, তাদের কথা থেকেই সেটা স্পষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করলে জিতে তারা কখনই ক্ষমতায় আসতে পারবে না। তাই বিএনপি এখন চোরাগলির পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।”

সম্প্রতি বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী শক্তির সঙ্গে হাত মেলানোর অভিযোগ তুলেছিলেন হাসান মেহমুদ। তিনি বলেছিলেন, “স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তির প্রধান মদতদাতা বিএনপি। বিএনপি ও জামাত দীর্ঘ ৫০ বছর ধরে, স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রশ্রয় দিয়ে নেতিবাচক ও প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করেছে। দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার ও কুৎসা চালিয়েছে তারা। এরফলে দেশ অনেক পিছিয়ে পড়েছে। তারা এইসব না করলে এতদিনে বাংলাদেশ অনেক এগিয়ে যেত”

আরও পড়ুন Manipur Minister joins BJP : ‘বন্ধু’ দলের নেতাকে ছিনিয়ে নিল বিজেপি, মণিপুরের মন্ত্রী যোগ দিলেন পদ্মে

আরও পড়ুন Hooghly: টাচ ফ্রি- পোর্টেবল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে কেন্দ্রের পেটেন্ট পেলেন নবম শ্রেণির অভিজ্ঞান