Bangladesh News: খালেদা জিয়ার মৃত্যুর জন্য অপেক্ষা করছে বাংলাদেশ সরকার, অভিযোগ বিএনপির
Bangladesh:
ঢাকা: বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ শাসক আওয়ামী লীগ ও বিরোধী বিএনপি’র মধ্যে নানা ইস্যুতে বাকযুদ্ধ জমে উঠছে। কিন্তু বৃহস্পতিবার দেশের বিরোধী দল বিএনপির তরফ থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করা হল। বিএনপির জাতীয় কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে নানা পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। অধীর আগ্রহে সরকার খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষা করছে বলে অভিযোগ তার। তাই সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে আবেদন না করে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হবে বলেই জানিয়েছেন মির্জা আব্বাস।
বৃহস্পতিবার, বিকেলে কিশোরগঞ্জ শহরের একটি স্কুলের মাঠে বিএনপি আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস। সেখানেই বাংলাদেশ সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার জন্য ২২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর অবধি দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। সেই কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে এদিন বিএনপির সভা হয়।
এই জুলাই দীর্ঘদিন পর, বিএনপির সমাবেশ ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সমাবেশে বিপুল পরিমাণে বিএনপি কর্মী সমর্থকরা জড়ো হয়েছিলেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মীরা মিছিল করে এই সভায় যোগ দেন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস। তিনি বলেন, ৩০ ডিসেম্বর কালা দিবস। এই দিনেই ভোটে কারচুপি করে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। যে সরকার ভোট চুরি করে ক্ষমতায় আসে, তার কাছ থেকে ন্যায়বিচার আশা করা অবান্তর। আওয়ামী লীগের কাছে জনগণের মতামতের কোন মূল্য নেই বলেই অভিযোগ মির্জা আব্বাসের।
বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন বিএনপি নেতা। সরকারের বিরুদ্ধে ব্যাংক লুট, হলমার্ক কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতির অভিযোগ করেন তিনি। বিএনপি নেতার অভিযোগ ৪ লক্ষ ৪৬ হাজার কোটি টাকা সরকারের তত্ত্বাবধানে বিদেশে পাচার করা হয়েছে। দেশে কোনও আইনের শাসন নেই, খুন, রাহাজানি, অপহরণে বাংলাদেশ ভরে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন Omicron Death: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ওমিক্রন সংক্রমিত ব্যক্তির, সংক্রমণ নিয়ে বাড়ল উদ্বেগ