Bangladesh News: শিক্ষকের নির্দেশ! ক্লাসে সবার সামনে ছাত্রীর গালে কষিয়ে চড় মারল ছাত্র, কলেজে চরম উত্তেজনা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Apr 08, 2022 | 10:37 PM

Bangladesh News: এই মারাত্মক ঘটনা সামনে আসার পরই সার কলেজ জুড়ে হইচই শুরু হয়ে যায়। এই ঘটনায় শেষমেশ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

Bangladesh News: শিক্ষকের নির্দেশ! ক্লাসে সবার সামনে ছাত্রীর গালে কষিয়ে চড় মারল ছাত্র, কলেজে চরম উত্তেজনা
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

ব্রাহ্মণবাড়িয়া: ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে কি না তা যাচাই করতে স্কুল কলেজগুলিতে নিয়মিত পড়া ধরার নিয়মের সঙ্গে সকলেই পরিচিত। পড়া না পারলে শিক্ষকের মার বা শাস্তির জুটতে পারে এই বিষয়ের মধ্যেও কোনও অস্বাভাবিকতা নেই। তবে পড়া না পারার জন্য যদি ভরা ক্লাসের সামনে সহপাঠীর চড় খেতে তবে? শুনে অবাক লাগছে তো, কিন্তু এটা কোনও গল্পকথা নয় বাংলাদেশের এক কলেজে প্রকৃত অর্থেই এই ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ডক্টর রওশন আলম কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ক্লাস চলাকালীন পড়া জিজ্ঞাসা করেছিল, ছাত্রী পড়া না পারায় ওই ক্লাসেরই এক ছাত্রকে দিয়ে ছাত্রীর গালে চড় মারানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম সাদেকুর রহমান।

এই মারাত্মক ঘটনা সামনে আসার পরই সার কলেজ জুড়ে হইচই শুরু হয়ে যায়। এই ঘটনায় শেষমেশ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার কমিটির সদস্যদের কাছে কলেজের তরফে চিঠি পাঠান হয়েছে। কলেজের পড়ুয়া ও শিক্ষকদের থেকে জানা গিয়েছে, ৪ এপ্রিল সকালে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের ক্লাস নিতে গিয়েছিলেন সাদিকুর রহমান। ক্লাস চলাকালীন এক ছাত্রীকে তিনি পড়া জিজ্ঞেস করেন। ছাত্রী ভুল উত্তর দিতেই বেজার চটে যান ওই শিক্ষক। ছাত্রীটিতে নিজের গালে চড় মারতে বলেন সাদিকুর, কিন্তু ওই ছাত্রী তা করতে রাজি না হওয়ায় ক্লাসেরই এক ছাত্রকে ওই মেয়েটির গালে চড় মারতে বলেন সাদিকুর, শিক্ষকের নির্দেশে ছাত্রীর গালে চড় মারে ওই ছাত্র। এই ঘটনা জানাজানি হওয়ার পরই কলেজে উত্তেজনা দেখা দেয়। অভিভাবক ও ছাত্রছাত্রীদের চাপের মুখে তদন্ত কমিটি তৈরি করে কলেজ কর্তৃপক্ষ। ১৫ তারিখের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

আরও পড়ুন Cardless Cash Withdrawl: এটিএম কার্ড না থাকলেও চিন্তা নেই, এই পদ্ধতিতে সহজেই তোলা যাবে টাকা

আরও পড়ুন Russia-Ukraine War: প্রাণ ভয়ে শহর ছাড়ছিল ইউক্রেনীয়রা, সেই সময় রেল স্টেশনে আছড়ে পড়ল দুটি রাশিয়ান রকেট, মৃত ৩০

Next Article