ঘূর্ণাবর্তের জেরে ভাসবে ওপার বাংলাও, সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঘূর্ণাবর্তের জেরে ভাসবে ওপার বাংলাও, সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2021 | 2:01 PM

ঢাকা: কলকাতা সহ গোট পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। যার ফলে শহরের একাধিক জায়গাতে জল জমেছে। এর ওপর আগামী আরও ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু এবার বাংলাতে নয়, ওপার বাংলাতেও এবার প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি বলে জানা যাচ্ছে।

বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, আজ রবিবার দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছ যে, দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। পাশাপাশি বেশ কিছু জায়গাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার ঢাকায় সূর্যাস্ত হয়েছিল সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং আজ রবিবার সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩১ মিনিটে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আরও পড়ুন: গোপন ডেরায় এয়ার ফোর্সের অভিযান, খতম অন্তত ২০০ তালিবানি জঙ্গি