AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভূতের মুখে রামনাম! হাফিজ সইদ-মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি পাকিস্তান

Pakistan: পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বললেন, ঘোষিত জঙ্গি সহ কোনও বিশেষ ব্যক্তিকে প্রত্য়র্পণ করতে ইসলামাবাদের কোনও আপত্তি নেই। ভারতের সঙ্গে বিশ্বাস তৈরি করার জন্যই এই প্রচেষ্টা।

ভূতের মুখে রামনাম! হাফিজ সইদ-মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি পাকিস্তান
বিলাওয়াল ভুট্টো জারদারি।Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Jul 06, 2025 | 9:24 AM

ইসলামাবাদ: এ যেন ভূতের মুখে রাম-নাম! চাপের মুখে অবশেষে নতিস্বীকার করল পাকিস্তান। ভারতের হাতে হাফিজ সইদ, মাসুদ আজহারকে তুলে দিতে রাজি ‘আশ্রয়দাতা’ পাকিস্তান। এই কথা বলছেন খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিই। গোটা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে তাঁর এই বক্তব্য নিয়ে।

সন্ত্রাসবাদে মদত দেওয়া, জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়া-পাকিস্তানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। যদিও বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তবে ভারতও ছেড়ে কথা বলেনি। পহেলগাঁও জঙ্গি হামলার পর গোটা বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিয়েছে ভারত। এবার সেই পাকিস্তানের মুখেই উল্টো সুর।

পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বললেন, ঘোষিত জঙ্গি সহ কোনও বিশেষ ব্যক্তিকে প্রত্য়র্পণ করতে ইসলামাবাদের কোনও আপত্তি নেই। ভারতের সঙ্গে বিশ্বাস তৈরি করার জন্যই এই প্রচেষ্টা। যদি ভারত সহযোগিতা করে, তাহলে তারা জইশ-ই-মহম্মদ মাসুদ আজহার বা লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের প্রতর্পণে কোনও  আপত্তি করবে না।

বিলাওয়াল বলেন, “আলোচনায় সন্ত্রাসবাদ অন্যতম একটি ইস্যু। আমি নিশ্চিত পাকিস্তান এই বিষয়ে আপত্তি করবে না।”

পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেররিজম অথারিটির তথ্য অনুযায়ী, সে দেশে লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদ, দুই জঙ্গিগোষ্ঠীকেই নিষিদ্ধ করা হয়েছে। মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ পাকিস্তানের জেলে রয়েছেন বলে দাবি। অন্যদিকে, পাকিস্তান অস্বীকার করলেও, দেখা গিয়েছে বহাল তবিয়তেই সে দেশে রয়েছে মাসুদ আজহার।

বিলাওয়াল ভুট্টোর দাবি, দুজনের বিরুদ্ধেই সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। দিল্লির থেকে সহযোগিতা না পাওয়ায়, তাদের সীমান্তের ওপারে সন্ত্রাসবাদের জন্য শাস্তি দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। তাঁর বক্তব্য, “আদালতে প্রমাণ পেশ করতে হয়, ভারত থেকে এসে বয়ান দিতে হবে, ভারত সেই নিয়ম অনুসরণে আপত্তি করছে।”

ভারত সহযোগিতা করলে হাফিজ সইদ ও মাসুদ আজহারকে প্রতর্পণে কোনও সমস্যা হবে না বলেই দাবি করেন বিলাওয়াল। তাঁর দাবি, আফগানিস্তানে মাসুদ আজহার রয়েছেন।