ভিডিয়ো: ইঞ্জিনে পাখি, মাঝ আকাশে জ্বলে উঠল বিমান

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Apr 24, 2023 | 5:46 PM

Fire in Plane: বিমানবন্দরে বিমানটি অবতরণ করতেই আগুন নেভানোর কাজ শুরু করে দেন বিমানবন্দরের দমকল কর্মীরা। এদিকে বিমানটিতে আগুন লাগার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিয়ো: ইঞ্জিনে পাখি, মাঝ আকাশে জ্বলে উঠল বিমান
প্রতীকী ছবি

Follow Us

ওহিও: মাঝ আকাশে জ্বলছে বিমান। বাধ্য হয়ে জরুরি অবতরণ ওহিও এয়ারপোর্টে (Airport)। সূত্রের খবর, আমেরিকান এয়ারলাইন্সের (US airlines) ফ্লাইট ১৯৫৮ ওহিওর কলম্বাসের জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে ফিনিক্সের দিকে যাচ্ছিল। কিন্তু, যাত্রা শুরুর খানিক পরেই বিমানের ইঞ্জিনে একটি পাখি ঢুকে যায় বলে জানা যায়। জ্বলতে শুরু করে ইঞ্জিনের একাংশ। আর সে কারণেই যে বিমানবন্দর থেকে বিমানটি উড়েছিল সেখানেই সেটি ফের ফিরে আসে। 

দ্রুত বিমানে থাকা যাত্রীদের নামানো হয়। আগুন নেভানোর কাজ শুরু করে দেন বিমানবন্দরের দমকল কর্মীরা। এদিকে বিমানটিতে আগুন লাগার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই বিমানের যাত্রীদের অন্য বিমানে তাঁদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনা প্রসঙ্গে কলম্বাসের জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, বিমান কর্মীরা মাঝ আকাশে বিমানটিতে আগুন দেখতে পান। কোনও যান্ত্রিক কারণে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। আসল কারণ জানতে আমরা তদন্ত শুরু করেছি। আপাতত বিমানটি নিরাপদেই বন্দরে অবতরণ করেছে। 

টুইটারে ভিডিয়ো পোস্ট করে এক যাত্রী লেখেন, “আচমকা বিমানে আগুন লেগেছে বলে শুনতে পাই। ইঞ্জিন থেকে বিকট আওয়াজ হতে শুরু করে। আমরা শুরুতে বুঝতে পারিনি কী কারণে এমনটা হচ্ছে।” ঘটনার তদন্তভার গিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনেস্ট্রেশনের কাছে। তবে বিমানটিতে মোট কতজন যাত্রী ছিলেন তা পরিষ্কারভাবে জানা যায়নি।

Next Article