Bangladesh Election: জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, ডিসেম্বরেই নির্বাচন করাবে বিএনপি?
Bangladesh Election: কার্যত ইউনূসকে চ্যালেঞ্জ করেই মির্জা ফখরুল বলেন, "ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে।"

ঢাকা: এতদিন চাপ তৈরি হচ্ছিল নির্বাচন কেন ঘোষণা করা হচ্ছে না, তা নিয়ে। এবার বাংলাদেশে নির্বাচন ঘোষণা করেও বিপাকেই পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। আগামী বছরের এপ্রিলে বাংলাদেশে নির্বাচন হবে বলে শুক্রবারই ঘোষণা করেছেন তিনি। কিন্তু তার এই সিদ্ধান্ত মানতে রাজি নয় বিএনপি।
আজ, ইদের দিনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করতে গিয়ে বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনওভাবেই উপযোগী নয়।”
কার্যত ইউনূসকে চ্যালেঞ্জ করেই মির্জা ফখরুল বলেন, “ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে।”
হাজারো টালবাহানার পর জনগণ ও রাজনৈতিক দলগুলির চাপে মহম্মদ ইউনূস নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেও, তাতে কোনওভাবেই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলেই দাবি করে বিএনপি। তিনি বলেন, “আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল”।
মির্জা ফখরুলের কথায়, “যে সময় নির্ধারণ করা হয়েছে, তা বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে (এপ্রিল মাস) প্রচন্ড গরম, ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে…ওই সময় রোজার পরপরই…পাবলিক পরীক্ষা আছে। সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না।”
তিনি আরও বলেন, “রোজার মাসে নির্বাচনী প্রচার করতে হবে, যা অত্যন্ত কঠিন হবে। আমাদের যে রিমার্কস, সেটা আমাদের স্ট্যাডিং কমিটি গতকাল রাতেই সিদ্ধান্ত নিয়ে মতামত জানিয়েছে। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব।”





