Britain: শরীরে ক্লান্তি, কাজে অনীহা,বাইরে ঘুরে এসেও ঠিক হননি, পরে পরীক্ষা করতেই যে রোগ বেরল ভাবতেও পারেননি মহিলা
United Kingdom: ব্রিটেনের ওই মহিলার নাম মিশেল রিচার্ডস। ৫৫ বছরের মিশেল বেশ কয়েকদিন যাবত শরীরে ক্লান্তি অনুভব করছিলেন। সেই কারণে অস্ট্রেলিয়ায় তিন সপ্তাহের ছুটি কাটিয়ে দেশে ফিরে আসেন। কিন্তু তারপরও শরীর ঠিক না হওয়ায় তিনি অস্বস্তি বোধ করেন। এরপর সন্দেহ হওয়ায় তিনি একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন।
ব্রিটেন: বেশ কয়েকদিন ধরেই ক্লান্তি অনুভব করছিলেন। অল্পেতেই হাঁপিয়ে উঠতেন। প্রথমে মহিলা ভেবেছিলেন বাইরে থেকে একটু ঘুরে এলে হয়ত সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু বেরিয়ে আসার পরও মিটল না সমস্যা। সেই একই রকম ক্লান্তি-কষ্ট অনুভব করছিলেন। এরপরই চিকিৎসকের দ্বারস্থ হন তিনি। আর তারপর একাধিক স্বাস্থ্য পরীক্ষার পর জানা গেল কঠীন রোগে আক্রান্ত ওই মহিলা। মস্তিস্কে ধরা পড়ল ব্রেন টিউমার।
ব্রিটেনের ওই মহিলার নাম মিশেল রিচার্ডস। ৫৫ বছরের মিশেল বেশ কয়েকদিন যাবত শরীরে ক্লান্তি অনুভব করছিলেন। সেই কারণে অস্ট্রেলিয়ায় তিন সপ্তাহের ছুটি কাটিয়ে দেশে ফিরে আসেন। কিন্তু তারপরও শরীর ঠিক না হওয়ায় তিনি অস্বস্তি বোধ করেন। এরপর সন্দেহ হওয়ায় তিনি একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন।
মিশেল জানিয়েছেন, ক্লান্তির সঙ্গে তাঁর মাথাব্যথা ছিল। চিকিৎসক তাঁকে উদ্বেগের জন্য ওষুধও দিয়েছিলেন। পাশাপাশি তাঁকে বিশ্রামের পরামর্শ দেন। তবে ওই মহিলা লক্ষ্য করেন ধীরে ধীরে তাঁর শরীরের বাঁদিক অসাড় হয়ে যাচ্ছে। এমনকী খিঁচুনি উঠছে।
এরপর রক্ত পরীক্ষা করা হয় তার। পাঠানো হয় হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয়। তবে সিটি স্ক্যানের ফলাফলে জানা যায় যে তার মস্তিষ্কে টিউমার ছিল। এটা তিনি মোটেও আশা করেননি। মিশেল বলেন,এটি একটি বিশাল ধাক্কার মতো আমার কাছে। ডাক্তার আমার ছেলেকে বলেছে মস্তিষ্কে পাঁচ সেন্টিমিটার আকারের একটি বড় টিউমার রয়েছে। যার কারণে আমার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।”