সিডনি: বিয়েবাড়ির অনুষ্ঠান (Weeding Ceremony) শেষে মধ্যরাতে একটি বাসে করে ফিরছিল বরযাত্রীর দল। দ্রুত গতিতে হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হাইওয়েতে (Highway) স্লিপ করে একেবারে উল্টে গেল বাসটি। বিয়েবাড়ির আনন্দ এক নিমেষে পরিণত হল বিষাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১১ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার (Australia) ওয়াইন অঞ্চল হান্টারে। এই দুর্ঘটনায় আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজ় (PM Anthony Albanese)। তাঁরা মানসিকভাবে আতঙ্কগ্রস্ত জানিয়ে সকলের যথোপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করার ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশও দিয়েছেন তিনি।
পুলিশ জানায়, বরযাত্রী বোঝাই বাসটিতে চালক সহ মোট ৩৬ জন আরোহী ছিলেন। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে হান্টার ভ্যালি এলাকায় গ্রিটা শহরের কাছে একেবারে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই বাসের ১১ জন আরোহীর মৃত্যু হয়েছে। আহত ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসে নবদম্পতি ছিলেন না বলে জানা গিয়েছে।
ঝুঁকিপূর্ণভাবে বাস চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পুলিশের এক আধিকারিক জানান, রাতে কুয়াশায় ঢাকা ছিল হাইওয়ে। তার মধ্যেই দ্রুত গতিতে বাসটি চালানো হচ্ছিল। জাতীয় সড়কে বাঁক নেওয়ার সময় চাল সামলাতে না পেরে বাসটি উল্টে যায় বলে প্রাথমিক তদন্তে অনুমান। এই দুর্ঘটনার পর ওই বাসের ৫৮ বছর বয়সি চালককে গ্রেফতার করা হয়েছে। যদিও বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। তাঁর বিরুদ্ধে ১০টি ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি বাস উল্টে যাওয়ার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।