World’s Highest Bridge: ১ ঘণ্টার রাস্তা পার করবেন ১ মিনিটে! গিরিখাতের উপরে ঝুলছে বিশ্বের উচ্চতম ব্রিজ, কোথায় জানেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 12, 2025 | 3:24 PM

World's Highest Bridge: গভীর গিরিখাতের উপরে তৈরি হুয়াজিয়াং গ্রান্ড ক্যানিয়ন ব্রিজের উচ্চতা আইফেল টাওয়ারের থেকে ২০০ মিটার উচু। ওজনও তিনটি আইফেল টাওয়ারের সমান।

Worlds Highest Bridge: ১ ঘণ্টার রাস্তা পার করবেন ১ মিনিটে! গিরিখাতের উপরে ঝুলছে বিশ্বের উচ্চতম ব্রিজ, কোথায় জানেন?
বিশ্বের উচ্চতম সেতু।
Image Credit source: X

Follow Us

বেজিং: একেই বলে প্রযুক্তির উন্নতি। অসম্ভবকে সম্ভব করে দেখাল চিন। বিশ্বের সবথেকে বড় সেতু বানিয়ে ফেলল চিন। হুয়াজিয়াং গ্রান্ড ক্যানিয়ন ব্রিজ দেখে অবাক বড় বড় ইঞ্জিনিয়াররাও। দুই মাইল দীর্ঘ এই সেতুর জন্য যাতায়াতে বিরাট সুবিধা হবে। যে রাস্তা অতিক্রম করতে এক ঘণ্টা সময় লাগত, তা এক মিনিটে পৌঁছে যাবেন। আগামী জুন মাসেই এই সেতুর উদ্বোধন হবে।

দ্য মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, গভীর গিরিখাতের উপরে তৈরি হুয়াজিয়াং গ্রান্ড ক্যানিয়ন ব্রিজের উচ্চতা আইফেল টাওয়ারের থেকে ২০০ মিটার উচু। ওজনও তিনটি আইফেল টাওয়ারের সমান। এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ২১৬ মিলিয়ন পাউন্ড, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ২২০০ কোটি টাকা।

সম্পূর্ণ ঝুলন্ত এই ব্রিজ চিনের ইঞ্জিনিয়ারিং দক্ষতার অন্যতম নজির। গুইজৌ-কে বিশ্বমানের পর্যটন কেন্দ্র করে তুলবে এই ব্রিজ। আরও আশ্চর্যের বিষয় হল, মাত্র দুই মাসেই এই ব্রিজ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, চিনের গ্রামীণ অঞ্চলের সঙ্গে শহরকে জুড়বে এই ব্রিজ। পাশাপাশি পর্যটকদের জন্য গ্লাস ওয়াকওয়ে এবং বিশ্বের সবথেকে উচু বানজি জাম্পিং স্পটও তৈরি করা হবে।

এর আগে ২০১৬ সালে চিনের বেইপানজিয়াং-এ চিনের সবথেকে উচ্চতম সেতু তৈরি করেছিল, যার উচ্চতা ১৮৫৪ ফুট।