Coal Mine Blast: কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১২

Sukla Bhattacharjee |

Mar 20, 2024 | 6:43 PM

Pakistan Blast: মিথেন গ্যাসের জেরেই খনিটিতে বিস্ফোরণ ঘটে এবং খবর পেয়েই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে। সকাল থেকে টানা সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চলে বলে আব্দুল ঘানি বালোচ জানিয়েছেন। তিনি জানান, স্ফোরণের সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন, যার মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৮ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে।

Coal Mine Blast: কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১২
প্রতীকী ছবি।

Follow Us

কুয়েত্তা: ভয়াবহ বিস্ফোরণ ঘটল কয়লা খনিতে। সেই সময় বহু শ্রমিক খনির ভিতরে ছিলেন। বুধবার সকালে এই বিস্ফোরণের পর সময় যত এগোয়, ততই মৃতের সংখ্যা বাড়তে থাকে। শেষ পর্যন্ত জোরাল এই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ এবং গুরুতর জখম হয়েছেন ৮ জন। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তানে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিন সন্ধ্যায় বালুচিস্তানের প্রধান খনি আধিকারিক আব্দুল ঘানি বালোচ বলেন, উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে। সকালে বিস্ফোরণের সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন, যার মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৮ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে ভর্তি।

মিথেন গ্যাসের জেরেই খনিটিতে বিস্ফোরণ ঘটে এবং খবর পেয়েই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে। সকাল থেকে টানা সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চলে বলে আব্দুল ঘানি বালোচ জানিয়েছেন।

আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পশ্চিম পাকিস্তানে অনেকগুলি কয়লা খনি রয়েছে এবং খনি দুর্ঘটনা আখছার ঘটে। খনি শ্রমিকদের অভিযোগ, খনিগুলির অবস্থা খুবই খারাপ। তার মধ্যেই তাঁদের কাজ করতে হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয় না বলেও অভিযোগ।

Next Article