AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Woman Judge: মহিলা বিচারক অর্ধনগ্ন হয়ে সিগারেট খাচ্ছেন! শুনানির দৃশ্য ভাইরাল হতেই সাসপেন্ড

জুম কলে দেখা গিয়েছে, ওই মহিলা বিচারক অর্ধনগ্ন অবস্থায় খাটে শুয়ে রয়েছেন। এবং খাটে শুয়ে সিগারেট খাচ্ছেন তিনি।

Woman Judge: মহিলা বিচারক অর্ধনগ্ন হয়ে সিগারেট খাচ্ছেন! শুনানির দৃশ্য ভাইরাল হতেই সাসপেন্ড
মহিলা বিচারক
| Edited By: | Updated on: Nov 28, 2022 | 9:00 AM
Share

বোগোতা: আদালতের মামলার শুনানি চলছে। ভার্চুয়াল শুনানিতে বাড়ি থেকেই উপস্থিত রয়েছেন বিচারক। মোবাইল থেকে জুূম কলের মাধ্যমে বিচার প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু সে সময় না তাঁর পোশাক ঠিক ছিল, না আচরণ। জুম কলে দেখা গিয়েছে, ওই মহিলা বিচারক অর্ধনগ্ন অবস্থায় খাটে শুয়ে রয়েছেন। এবং খাটে শুয়ে সিগারেট খাচ্ছেন তিনি। মহিলা বিচারকের অর্ধনগ্ন হয়ে সিগারেট খাওয়ার দৃশ্য ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। এর পর শৃঙ্খলারক্ষা কমিশন ৩৪ বছর বসয়ি ওই মহিলা বিচারককে সাসপেন্ড করেছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কলম্বিয়ায়।

বিচারককে সাসপেন্ড করার বিষয়ে শৃঙ্খলারক্ষা কমিশন জানিয়েছে, ওই বিচারক এক ঘণ্টারও বেশি সময় ক্যামেরা বন্ধ রেখেছিলেন। তখনও অর্ধনগ্ন অবস্থাতেই ছিলেন তিনি। এরই মধ্যে অন হয়ে যায় ক্যামেরা। তখনই দেখা যায় ওই বিচারকের অবস্থা। ক্যামেরা অন হওয়ার সময়ই সিগারেট খাচ্ছিলেন ওই মহিলা বিচারক। এমনকি বিচারক ঘুমে ঢুলছিলেন বলেও নজরে এসেছে শৃঙ্খলারক্ষা কমিশনের। এক জন বিচারকের কাজের সময় এহেন আচরণ একেবারেই সমর্থনযোগ্য নয় বলে মনে করে শৃঙ্খলারক্ষা কমিটি। এই আচরণের জন্যই সাসপেন্ড করা হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের। সে জন্যই তাঁকে সাসপেন্ড করা হয়েছে এবং এই কাজের জন্য জবাব চাওয়া হয়েছে।

ওই বিচারককে আগামী বছর ফ্রেব্রুয়ারি মাস পর্যন্ত বিনা বেতনের ছুটিতে পাঠানো হয়েছে। কর্তব্য করার জন্য আনফিট বলে ঘোষণা করা হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আত্মপক্ষ সমর্থনে ওই মহিলা বিচারক জানিয়েছেন, শুনানি চলাকালীন তিনি অসুস্থ বোধ করেছিলেন। ওই জন্যই দেহের পোশাক খুলে ফেলেছিলেন। শারীরিক অসুস্থতার জন্যই তিনি শুয়ে ছিলেন। তবে সিগারেট কেন ধরিয়েছিলেন তার জবাব দিতে পারেননি ওই মহিলা বিচারক।