Israel Hams War: ইজরায়েলের স্থলপথে হামলা রুখতে তৈরি রয়েছে হামাস
শুক্রবার সন্ধ্যা এক টেলিভিশনের খবরে ইজরায়েল সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছিলেন, “গত কয়েক দিন যে আক্রমণ চলছে আজ রাত থেকে তা আরও বাড়বে। গ্রাউন্ড ফোর্স তাঁদের অপারেশন শুরু করবে।” এর সঙ্গে এয়ার স্ট্রাইকও চলবে বলে জানিয়েছেন তিনি। হামাসের টানেল এবং অন্যান্য পরিকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিতেই এই হামলা চালানো হবে বলে জানানো হয়েছে।
জেরুজালেম: হামাস বাহিনীকে শায়েস্তা করতে গাজা স্ট্রিপে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছে ইজরায়েল। গাজার বিভিন্ন এলাকায় থাকা টানেল ধ্বংসের চেষ্টা করছে ইজরায়েল সেনা। ইতিমধ্যে সীমান্ত এলাকায় স্থলপথেও আক্রমণ শুরু করেছে ইজরায়েল সেনাবাহিনী। পুরো শক্তি নিয়ে আক্রমণের প্রস্তুতিও নিচ্ছে তাঁরা। এই পরিস্থিতিতে পাল্টা দিল হামাস। গাজা স্ট্রিপের এই বিদ্রোহী সংগঠন জানিয়েছে, ইজরায়েল হামলার মোকাবিলা করতে তৈরি রয়েছে হামাস সদস্যরা।
শুক্রবার সন্ধ্যা এক টেলিভিশনের খবরে ইজরায়েল সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছিলেন, “গত কয়েক দিন যে আক্রমণ চলছে আজ রাত থেকে তা আরও বাড়বে। গ্রাউন্ড ফোর্স তাঁদের অপারেশন শুরু করবে।” এর সঙ্গে এয়ার স্ট্রাইকও চলবে বলে জানিয়েছেন তিনি। হামাসের টানেল এবং অন্যান্য পরিকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিতেই এই হামলা চালানো হবে বলে জানানো হয়েছে।
ইজরালেয় সেনা গাজায় ঢুকতেই গাজার উত্তরাংশে বেইত হানুন শহরে এবং মধ্য গাজার আল বুরেজি শহরে হামাস বাহিনীর সঙ্গে ইজরায়েলি সেনার লড়াই হয়েছে। এর পর হামাস এক বিবৃতিতে জানিয়েছে, “আল কাসাম ব্রিগেড এবং প্যালেস্তাইন বাহিনীর সদস্যরা ইজরায়েলের হামলার মোকাবিলা করতে তৈরি রয়েছে। নেতানিয়াহু এবং তাঁর সেনা যুদ্ধ জিততে পারবে না।”
হামাস রকেট হামলা চালানোর পর থেকেই গাজায় লাগাতার হামলা করছে ইজরায়েল। এয়ার স্ট্রাইকের পাশাপাশি স্থলপথে আক্রমণও শুরু করল এই ইহুদি রাষ্ট্র। ইজরায়েলের এই হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। কাতারে কাতারে মানুষ ঘরছাড়া হয়েছেন।